Earthquake : নেপালে ভূমিকম্পে নিহত ৬, কাঁপল দিল্লিও
- আপডেট সময় : ১০:২৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ৩০৭ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
গভীর রাতে কেঁপে ওঠে নেপাল। প্রচণ্ড ভূমিকম্পের ঝাকুনিতে এশিয়ার দেশটির পশ্চিমাঞ্চল। ৬ দশমিক ৬ মাত্রার শক্তিলাশী ভূকম্পন। যা ছড়িয়ে ভারতের রাজধানী দিল্লী ও উত্তরাঞ্চলে। তবে সেখানের অবস্থা ততটা মারাত্মক নয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস’ তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ৯টার নাগাদ নেপালের পশ্চিমাঞ্চলে আরও একটি ভূমিকম্প আঘাত হানে। যার মাত্রা ছিল ৪ দশমিক ৮। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল।
স্থানীয় সময় বুধবার সকালে নেপালে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার কথা জানায় দেশটির ভূতাত্ত্বিক সংস্থা। ভূমিকম্পে অন্তত ৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস’রন তথ্য মতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দিপায়ল শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দিপায়ল শহর।
ভূকম্পনের জেরে নেপালের দোটি জেলায় একটি বাড়ি ধসে পড়ে এবং সেখান থেকে ৬ জনের মৃতদেহ পাওয়া যায়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কম্পন টের পাওয়া গেছে দিল্লিতেও। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন সেখানের বাসিন্দারা।




















