Dr. Momen : রাশিয়ার পণ্য পেতে কিছুটা বিলম্ব হতে পারে : ড. মোমেন
- আপডেট সময় : ০৮:৩১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩ ২১১ বার পড়া হয়েছে
রাশিয়ার একটি জাহাজ পণ্য খালাস না করে ফিরে যাওয়ায় পণ্য পেতে কিছুটা বিলম্ব হতে পারে
অনলাইন ডেস্ক
বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রাশিয়ার একটি জাহাজ পণ্য খালাস না করে ফিরে যাওয়ায় পণ্য পেতে কিছুটা বিলম্ব হতে পারে। তবে, অন্যান্য কাজ ঠিকমত চলবে। শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধনে এসে এসব কথা বলেন ড. মোমেন।
এসময় বিদেশমন্ত্রী সিলেটে সাংবাদিকদের সঙ্গে কথার বলার সময় ফের রোহিঙ্গা প্রসঙ্গ সামনে আসে। রোহিঙ্গা প্রসঙ্গে ড. মোমেনের জবাব পরিষ্কার, আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত।
তবে, সম্প্রতি মিয়ানমারে ঝামেলা হওয়ায় কিছু রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে। যারা প্রবেশ করছে, তাদের ধীরে ধীরে বের করে দেওয়া হবে।
এর আগে ড. এ কে আব্দুল মোমেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-৩, এনসিডিসি কর্নার ও হৃদয় বঙ্গবন্ধু, হৃদয়ে বাংলাদেশ স্মারকের উদ্বোধন করেন।




















