Currency Monitoring List: মুদ্রা নজরদারি তালিকা থেকে ভারতকে বাদ দিল আমেরিকা
- আপডেট সময় : ০৭:৫৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২ ২৬৬ বার পড়া হয়েছে
ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন নয়াদিল্লিতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সাথে আলোচনা করার দিনেই পদক্ষেপ নেওয়া হয়
‘ভারতকে কারেন্সি মনিটরিং তালিকা থেকে বাদ দিল আমেরিকা। এর ফলে ভারতের বাণিজ্যিক লেনদেনে কোনও নজরদারি চালাবে না আমেরিকা’
সংবাদ সংস্থা
দু’বছর আগে ভারতের অর্থনৈতিক লেনদেনের ওপর নজরদারি শুরু করেছিল আমেরিকা। মুখে ‘পার্টনার’ বললেও ভারতের ওপর যে ‘কিঞ্চিৎ অবিশ্বাস’ রয়েছে, তাই ব্যক্ত হয়েছিল ওয়াশিংয়টনের সেই সিদ্ধান্তে। তবে ২০২০ সালের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করল আমেরিকা। অর্থাৎ, ওয়াশিংটনের তরফে জানিয়ে দেওয়া হল, ভারতের অর্থনৈতিক লেনদেনের ওপর আর নজরদারি চালাবে না তারা। অর্থাৎ, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট ভারতকে তাদের ‘কারেন্সি মনিটরিং লিস্ট’ থেকে বাদ দিল। বর্তমান পরিস্থিতিতে ভারত-রাশিয়া সম্পর্ক নিয়ে অস্বস্তিতে থাকা আমেরিকার এই বড় ঘোষণায় স্বভবাতই স্বস্তিতে নয়াদিল্লি।
প্রসঙ্গত, মার্কিন ‘কারেন্সি মনিটরিং লিস্টে’ থাকা দেশগুলির সঙ্গে অর্থনৈতিক লেনদেনের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে থাকে আমেরিকা। এই তালিকায় অন্তর্ভুক্ত দেশগুলিকে আমেরিকার তরফে ‘কারেন্সি ম্যানিপুলেটর’ হিসেবে অ্যাখ্যা দিয়ে থাকে। তবে ভারত এবার সেই তকমা থেকে মুক্তি পেল। সাধারণত যেসব দেশ লাগাতার ১২ মাস ধরে নিজেদের জিডিপির ২ শতাংশ বেশি বিশ্বের মুদ্রা বাজারে বিনিয়োগ করে থাকে এবং বর্তমানে জিডিপির ২ শতাংশ বেশি পরিমাণে আমেরিকার সঙ্গে ব্যবসা করে থাকে তাহলে সেই বাণিজ্যিক পার্টনারের লেনদেনের উপর মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট নজরদারি চালায়। উল্লেখ্য, ভারত-মার্কিন বিজনেস সামিট চলছে বর্তমানে।
সেই সম্মেলনে যৌথভাবে সাংবাদিক বৈঠক করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং মার্কিন ট্রেজারি সেক্রেটারি। এরই মাঝে এই ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ। এদিকে মার্কিন কংগ্রেসে পেশ করা অর্ধবার্ষিক প্রতিবেদনে ট্রেজারি জানিয়েছে, ভারতের পাশাপাশি ইতালি, মেক্সিকো, থাইল্যান্ড এবং ভিয়েতনামকে ‘কারেন্সি মনিটরিং লিস্ট’ থেকে বাদ দেওয়া হয়েছে।
এবার দু’বছর পর মুদ্রা নজরদারি তালিকা থেকে ভারতকে বাদ দিল আমেরিকা। রপ্তানিতে অন্যায্য সুবিধা পেতে অনেক দেশই তাদের মুদ্রার দাম কমিয়ে রাখে। এতে আমদানিকারক দেশের আর্থিক ক্ষতি হয়। এই প্রবণতা রুখতে তাদের সঙ্গে বাণিজ্য করে, এমন দেশগুলির মুদ্রার বিনিময় মূল্যের উপর নজর রাখে আমেরিকা।
দু’বছর আগে ভারতও ঠাঁই পেয়েছিল মার্কিন মুদ্রা নজরদারি তালিকায়। শুক্রবার ভারতের পাশাপাশি ইতালি, মেক্সিকো, থাইল্যান্ড ও ভিয়েতনামকেও এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মার্কিন অর্থ দপ্তরের দ্বিবার্ষিক রিপোর্টে বলা হয়েছে, চীন, জাপান, কোরিয়া, জার্মানি, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ান এখনও মুদ্রা নজরদারি তালিকায় রয়ে গিয়েছে।
মার্কিন নজরদারি তালিকা থেকে বাদ যাওয়ায় ভারতের আর্থিক নীতিতে বিশেষ সুবিধা হবে বলে মত বিশেষজ্ঞদের। তাঁদের মতে, মুদ্রার দাম কমিয়ে রাখার তকমা ঘোচায় এবার রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আরও বেশি স্বাধীনতা পাবে। একই সঙ্গে টাকার দাম নিয়ন্ত্রণে রাখতে ডলার কেনা-বেচার ক্ষেত্রেও আরও বেশি স্বাধীনতা ভোগ করবে রিজার্ভ ব্যাঙ্ক।























