সংবাদ শিরোনাম ::
College girl killed : ক্লাশ রুমে কুপিয়ে কলেজ ছাত্রী খুন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩ ২৯৩ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
বেঙ্গালুরুর একটি বেসরকারি কলেজের ক্লাসরুমে আচমকা প্রবেশ করে বি.টেক ছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতে খুনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে। ছাত্রীকে ছুরিকাঘাতের পর নিজের শরীরে একাধিক আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালায় যুবক। সোমবার দুপুরের ঘটনা।
পুলিশ সূত্রের খবর, এদিন বেলা ১টা নাগাদ কলেজের ক্লাসরুমে ঢুকে ১৯ বছরের এক তরুণীকে দশ বারেরও বেশি ছুরিকাঘাত করা হয়। ছাত্রীর চিৎকার শুনে ছুটে আসেন সহপাঠীরা। দেখেন রক্তাক্ত অবস্থায় ক্লাসরুমের মেঝেয় পড়ে রয়েছেন ছাত্রী ও যুবক।
কলেজ কর্তৃপক্ষ গুরুতর জখম অবস্থায় দু’জনকে একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে ছাত্রীর মৃত্যু হয়। যুবকের চিকিৎসা চলছে।
অভিযুক্ত যুবকের নাম পবন কল্যাণ। সেও কলেজ পড়ুয়া। ছাত্রী ও যুবক একই গ্রামের বাসিন্দা। এ নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।



















