ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন, ছাত্রদলের অবস্থান কর্মসূচি অব্যাহত মাদারীপুরে বাস অটোরিকশা সংঘর্ষ প্রাণ গেল ৬জনের বাংলাদেশে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার রমজান সামনে আগেই চড়া বাজার: দামে লাগাম টানতে কড়া নজরদাবি জরুরি বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও এপার-ওপার যাতায়তে আয় জুলাই আন্দোলনের স্মৃতি এখনও তাজা, শহীদ ও আহতরা শুধু সংখ্যার অংশ নয় পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন সন্তান হারা মায়ের বুকফাটা আর্তনাদ যেন হাজারো গুমের শিকার পরিবারের নীরব চিৎকার গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক

COAL : কয়লা উত্তোলনে ভারতের নতুন মাইলফলক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ১৯৩ বার পড়া হয়েছে

ভারতের কয়লা খনি কাজে ব্যস্ত শ্রমিকরা : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
‘ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লার উৎপাদনকারী দেশ। ভারতে কয়লা উত্তোলনের ইতিহাসন প্রাচীন। সেই ১৭৭৪ সাল থেকে। আর শুরুটা হয়েছিল দামোদর নদের পশ্চিম তীরবর্তী রাণীগঞ্জ থেকে, বাণিজ্যিক ভাবে কয়লা উত্তোলন মধ্য দিয়ে’

 

ভয়েস ডিজিটাল ডেস্ক

দেশের মধ্যে কয়লার চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য রাখতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। চলতি অর্থবছরের প্রথমার্ধে কয়লা উত্তোলনে নতুন মাইলফলক সৃষ্টি করেছে ভারত। এ সময় উত্তোলন হয়েছে ৩৮ কোটি ২০ লাখ টন কয়লা। যেখানে আগের বছরের একই সময় ৩১ কোটি ৫৭ লাখ টন উত্তোলন হয়েছিল। এমন তথ্যই জানাচ্ছে হেলেনিক শিপিং নিউজ।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে নতুন সকল বাণিজ্যিক খনির কার্যক্রম শুরু করাও এক্ষেত্রে বেশ কাজে এসেছে বলে উঠে এসেছে কেয়ারএজ পরিচালিত গবেষণায়। কয়লার উত্তোলন বাড়ানো এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকট বেড়ে যাওয়ায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে গত দুই বছরে ভারত সরকার বেশকিছু পদক্ষেপ ঘোষণা করে। যার মধ্যে দ্রুত কয়লা উত্তোলনের জন্য প্রণোদনা দেয়া, ২০২০ সালে চালু করা নতুন একটি কয়লা উত্তোলন স্কিম এবং কোল ইন্ডিয়ার পরিত্যক্ত কয়লা খনিগুলোর নিলাম সম্পন্ন করা।

চলতি অর্থবছরের প্রথমার্ধে মোট উত্তোলিত কয়লার ৭৮ শতাংশই এসেছে কোল ইন্ডিয়া থেকে। আগের বছরের তুলনায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির উত্তোলন ১৯ দশমিক ৭ শতাংশ বেড়েছে। কেয়ারএজের তথ্য বলছে, চলতি অর্থবছরে কয়লার মোট উত্তোলন বেড়ে ৮৮ কোটি ২০ লাখ টনে দাঁড়াবে। সরকারের লক্ষ্যমাত্রা রয়েছে ৯০ কোটি টন উত্তোলনের।

জ্বালানি খাতে কয়লা সরবরাহ এ অর্থবছরের প্রথমার্ধে ১৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এ সময় কয়লা সরবরাহ করা হয়েছে ৪১ কোটি ৬৮ লাখ টন। বিদ্যুৎ খাত এবং ক্যাপটিভ বিদ্যুৎ খাতেও যৌথভাবে সরবরাহ হয়েছে ৩৭ কোটি ৪১ লাখ টন কয়লা।

কেয়ারএজের গবেষণা তথ্যে আরও বলছে, ২০২২ সালের এপ্রিল থেকে মে মাসে প্রবল গ্রীষ্মকাল থাকায় বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যায়। এর ফলে বিদ্যুৎ খাতকে সরবরাহ বাড়াতে হয়। এরপর বর্ষাকাল আসায় দ্বিতীয় প্রান্তিকে চাহিদা কিছুটা কমে আসে। ভারতে কয়লা আমদানিও ২০২২ সালের এপ্রিল থেকে আগস্টে ১১ কোটি ৫৯ লাখ টন বেড়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ৯ কোটি ২৫ লাখ টন।

রিপোর্ট অনুযায়ী, সাউথ আফ্রিকান তাপীয় কয়লার দাম ২০২১ সালের নভেম্বর থেকে বাড়তির দিকে রয়েছে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে সৃষ্ট সংকটে এ বছরের এপ্রিলে দাম টন প্রতি ৩০০ ডলার ছাড়িয়ে যায়। জুলাইয়ে তা গিয়ে দাঁড়ায় টন প্রতি ৩২৯ ডলারে। ভূরাজনৈতিক অস্থিরতার কারণে কয়লার দাম আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

COAL : কয়লা উত্তোলনে ভারতের নতুন মাইলফলক

আপডেট সময় : ০৬:১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
‘ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লার উৎপাদনকারী দেশ। ভারতে কয়লা উত্তোলনের ইতিহাসন প্রাচীন। সেই ১৭৭৪ সাল থেকে। আর শুরুটা হয়েছিল দামোদর নদের পশ্চিম তীরবর্তী রাণীগঞ্জ থেকে, বাণিজ্যিক ভাবে কয়লা উত্তোলন মধ্য দিয়ে’

 

ভয়েস ডিজিটাল ডেস্ক

দেশের মধ্যে কয়লার চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য রাখতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। চলতি অর্থবছরের প্রথমার্ধে কয়লা উত্তোলনে নতুন মাইলফলক সৃষ্টি করেছে ভারত। এ সময় উত্তোলন হয়েছে ৩৮ কোটি ২০ লাখ টন কয়লা। যেখানে আগের বছরের একই সময় ৩১ কোটি ৫৭ লাখ টন উত্তোলন হয়েছিল। এমন তথ্যই জানাচ্ছে হেলেনিক শিপিং নিউজ।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে নতুন সকল বাণিজ্যিক খনির কার্যক্রম শুরু করাও এক্ষেত্রে বেশ কাজে এসেছে বলে উঠে এসেছে কেয়ারএজ পরিচালিত গবেষণায়। কয়লার উত্তোলন বাড়ানো এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকট বেড়ে যাওয়ায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে গত দুই বছরে ভারত সরকার বেশকিছু পদক্ষেপ ঘোষণা করে। যার মধ্যে দ্রুত কয়লা উত্তোলনের জন্য প্রণোদনা দেয়া, ২০২০ সালে চালু করা নতুন একটি কয়লা উত্তোলন স্কিম এবং কোল ইন্ডিয়ার পরিত্যক্ত কয়লা খনিগুলোর নিলাম সম্পন্ন করা।

চলতি অর্থবছরের প্রথমার্ধে মোট উত্তোলিত কয়লার ৭৮ শতাংশই এসেছে কোল ইন্ডিয়া থেকে। আগের বছরের তুলনায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির উত্তোলন ১৯ দশমিক ৭ শতাংশ বেড়েছে। কেয়ারএজের তথ্য বলছে, চলতি অর্থবছরে কয়লার মোট উত্তোলন বেড়ে ৮৮ কোটি ২০ লাখ টনে দাঁড়াবে। সরকারের লক্ষ্যমাত্রা রয়েছে ৯০ কোটি টন উত্তোলনের।

জ্বালানি খাতে কয়লা সরবরাহ এ অর্থবছরের প্রথমার্ধে ১৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এ সময় কয়লা সরবরাহ করা হয়েছে ৪১ কোটি ৬৮ লাখ টন। বিদ্যুৎ খাত এবং ক্যাপটিভ বিদ্যুৎ খাতেও যৌথভাবে সরবরাহ হয়েছে ৩৭ কোটি ৪১ লাখ টন কয়লা।

কেয়ারএজের গবেষণা তথ্যে আরও বলছে, ২০২২ সালের এপ্রিল থেকে মে মাসে প্রবল গ্রীষ্মকাল থাকায় বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যায়। এর ফলে বিদ্যুৎ খাতকে সরবরাহ বাড়াতে হয়। এরপর বর্ষাকাল আসায় দ্বিতীয় প্রান্তিকে চাহিদা কিছুটা কমে আসে। ভারতে কয়লা আমদানিও ২০২২ সালের এপ্রিল থেকে আগস্টে ১১ কোটি ৫৯ লাখ টন বেড়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ৯ কোটি ২৫ লাখ টন।

রিপোর্ট অনুযায়ী, সাউথ আফ্রিকান তাপীয় কয়লার দাম ২০২১ সালের নভেম্বর থেকে বাড়তির দিকে রয়েছে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে সৃষ্ট সংকটে এ বছরের এপ্রিলে দাম টন প্রতি ৩০০ ডলার ছাড়িয়ে যায়। জুলাইয়ে তা গিয়ে দাঁড়ায় টন প্রতি ৩২৯ ডলারে। ভূরাজনৈতিক অস্থিরতার কারণে কয়লার দাম আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা।