Car fire : ছেলেকে পুলিশে দিয়ে মা বলেন ছেলে ভুল করেছে তাই ধরিয়ে দিলাম
- আপডেট সময় : ০৯:১৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ১৯২ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
বিজেপি-র নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত সেই ছেলে! বাড়ির সকলে ঠিক করে রেখেছেন, ছেলেকে আপাতত দূরের কোনও আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরানো হবে। বেঁকে বসেন মা পলি সরকার। তিনিই ছেলেকে তুলে দেন পুলিশের হাতে। বলেন, আমার ছেলে ভুল করেছে। আমি ঢাকলে অন্যায় হবে। তাই ধরিয়ে দিলাম। অপরাধ করলে দোষ স্বীকার করে নেওয়ার চেয়ে ভাল কিছু হয় না। অন্যদেরও বলতে চাই, গন্ডগোল করে কিছুই লাভ হয় না।
গত সেপ্টেম্বরে পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে বেধড়ক মারধরের পাশাপাশি পুলিশের গাড়িতে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। অগ্নিগর্ভ পরিস্থিতিতে আহত হন বেশ কয়েক জন পুলিশকর্মী। টানা তদন্তে ১০ জনেরও বেশি গ্রেফতার হয়। সেই সময়েই গ্রেফতার হন হালতুর বাসিন্দা দীপ সরকার। পুলিশের গাড়িতে আগুন ধরানোর সময়ে টি-শার্ট পরা দীপের ছবি প্রকাশ করে পুলিশ।
ঘটনার চার মাসের মাথায় শনিবার ফের রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট-এর (আইএসএফ) অবস্থান বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ ওঠে। পুলিশকে লক্ষ্য করে পাল্টা লাঠি, বাঁশ নিয়ে হামলা চালানোর অভিযোগ। দেদার ছোড়া হয় ইট-পাথর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে একের পর এক কাঁদানে গ্যাসের ছেুঁড়তে হয়েছে। গুরুতর জখম হন বৌবাজার থানার ওসি এবং অতিরিক্ত ওসি। সেই ঘটনার সঙ্গে অনেকেই মিল পাচ্ছেন গত সেপ্টেম্বরের বিজেপি-র নবান্ন অভিযানের।
সেই মিল ধরা পড়েছে দীপের মা পলি সরকারের নজরেও। বলেন, টিভিতে দেখেছি শনিবার সন্ধ্যায় ধর্মতলার ছবি। পরিস্থিতি কিছুই বদলায়নি। দেখলাম, আমার ছেলের মতোই কিছু বাচ্চা ছেলে আবার ভুল করছে। আমার ছেলে এখন নিজের দোষ বুঝেছে। অনুতাপ করে। কিন্তু যা ক্ষতি হবার হয়েছে। পুলিশের গাড়িতে আগুন লাগানো ছেলেকে ধরিয়ে দিয়েছিলাম, বাকিরা শিখছে কই? সূত্র আনন্দবাজার




















