সংবাদ শিরোনাম ::
bus fare : ৪০ পয়সা বৃদ্ধির বাসভাড়া কমালো মাত্র ৫ পয়সা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২ ১৮৯ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
গত ৫ আগস্ট আচমকা লিটারে জ্বালানির দাম ১১৪ টাকা বৃদ্ধির পর গণপরিবহন চলাচল বন্ধ রাখে মালিকরা। পরদিন ৬ আগস্ট বৈঠক করে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সা এবং মহানগরীতে কিলোমিটার প্রতি ২ টাকা ৪৫ পয়সা ভাড়া নির্ধারণের গণপরিবহনের চাকা সচল হয়।
এবারে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে থাকায় এবং সাশ্রয় হওয়া লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। বুধবার বিকেলে বিআরটিএ কার্যালয়ে বাস মালিকদের সঙ্গে বৈঠকে কিলোমিটারে ৫ পয়সার বাস ভাড়া কমানো হয়।
৬ আগস্ট সরকারের এক সিদ্ধান্তে প্রতি লিটার ডিজেলের দাম ১১৪ টাকা করার পর বাসের ভাড়াও বাড়ানো হয়। চট্টগ্রাম মহানগরীতে বাস ভাড়া দাঁড়ায় কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা। যা আগে ছিল ২ টাকা ১৫ পয়সা।






















