breast cancer : স্তন ক্যান্সার সচেতনতায় কর্মশালা
- আপডেট সময় : ০২:২৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ১৯১ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ পুলিশ লাইনে স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
অনলাইন ডেস্ক
গোপালগঞ্জ পুলিশ লাইনে স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গোপালগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশের সহযোগিতায় দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন ও রোটারি ক্লাব অব এরোমা ঢাকা আয়োজিত এই কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ও আয়োজক সংগঠন এরোমার সভাপতি আসমা সিদ্দিকা মিলি।
কর্মশালায় বিশেষ পুলিশ সুপার ফাতেহা ইয়াসমিন, ডা. নাদিরা খানম, রেলওয়ে পুলিশের পুলিশ সুপার নিগার সুলতানা, রোটারি ক্লাবের সদস্য এ্যাড. আব্দুল মান্নান মিয়া, প্রকৌশলী মামুন মিয়া, নুর উদ্দিন পাটোয়ারী, সৈয়দ সেলিম সাজ্জাদ প্রমুখ বক্তব্য রাখেন।
গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় জেলা পুলিশে কর্মরত নারী সদস্য , বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার নারী ও নারী উদ্যোক্তরা অংশ নেন।




















