BIMSTEC : বিমসটেক নিয়ে আলোচনা করতে ঢাকায় ভারতের বিদেশ সচিব সৌরভ কুমার
- আপডেট সময় : ১০:০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ৩৩০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
আগামী নভেম্বরে বিমসটেকের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ। আর মহাসচিব হিসাবে আসছে ভারত। ১৭ জুলাই থাইল্যান্ডে বিমসটেকের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও ভারতের অবস্থান কী হবে সে বিষয়ে আলোচনা করতেই একদিনের সফরে ঢাকায় আসেন সৌরভ কুমার।
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) ইস্যুতে আলোচনা করতে ঢাকা এসেছেন ভারতের বিদেশমন্ত্রকের সচিব (পূর্ব) সৌরভ কুমার। ঢাকায় পৌছে বাংলাদেশের বিদেশসচিব ড. মাসুদ বিন-মোমেনের সঙ্গে বৈঠক করেন সৌরভ কুমার। বিকালে বিদেশমন্ত্রকে সাংবাদিকদের ব্রিফ করে করেন বিদেশ সচিব মাসুদ-বিন মোমেন।

এ সময় সৌরভ কুমার উপস্থিত ছিলেন না। মাসুদ-বিন মোমেন জানান, বৈঠককালে উত্তর-পূর্ব ভারতের কানেক্টিভিটি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ গ্রিড নিয়েও আলোচনা হয়। বিশেষ করে বিবিএন তথা ভারত, নেপাল ও ভূটানের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ সংযোগ বিষয়েও আলোচনা হয়েছে।
বিসটেকের আগামী সভাপতি হিসাবে বাংলাদেশ এবং সেক্রেটারী জেনালের ভারত, এ নিয়েও আলোচনা হয়েছে। দায়িত্ব গ্রহণের পূর্ব প্রস্তুতি নিয়ে আলোচনা করাটা সুবিধাজনক বলে মনে করেন ড. মাসুদ বিন-মোমেন। বিসটেকের সচিবালয় বাংলাদেশে। ভারতের বিদেশ সচিব আসলেও সেক্রেটারী জেনারেল ছিলেন। তার মাতৃ বিয়োগের পর তিনি এখন ভূটানে রয়েছেন ।




















