ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

Bangladesh : আকাশ থেকে এখন আর কুঁড়েঘর দেখা যায় না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩ ২৩৯ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ’ : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘কাঁটাতারের বেড়া আমাদের ভালোবাসা বিভক্ত করতে পারেনি, তথ্যমন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ’

 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ-ভারত গভীর সম্পর্ক আমাদের উন্নয়ন অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন আর আকাশ থেকে কুঁড়েঘর দেখা যায় না। বাস্তবিক অর্থে কুঁড়েঘর হারিয়ে গেছে, এটিই বদলে যাওয়া বাংলাদেশ চিত্র।

বাংলাদেশের এই বদলে যাওয়ার পেছনে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে গত ১৪ বছর ধরে সুসম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারত দুটি দেশ, আমরা দু’দেশের নাগরিক বটে, কিন্তু আমরা একই পাখির কলতান শুনি, একই নদীর অববাহিকায় আমরা বেড়ে উঠি। একই মেঘ আমাদের এখানে বারিষণ করে। কাঁটাতারের বেড়া আমাদের এই বন্ধনকে বিভক্ত করতে পারেনি। কাঁটাতারের বেড়া আমাদের সংস্কৃতি ঐতিহ্য কৃষ্টি ভাষা, সবশেষে আমাদের ভালোবাসাকে বিভক্ত করতে পারেনি।

বাংলাদেশ সফরে আসা ভারতের সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা তুলে ধরেন তথ্যমন্ত্রী।

কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর ও সাধারণ সম্পাদক কিংসুক প্রামাণিকের নেতৃত্বে ২৫ এবং গৌহাটির সাংবাদিক মনোজ কুমার গোস্বামীর নেতৃত্বে ৯জন সাংবাদি বাংলাদেশ সফর করছেন।

রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে বাংলাদেশ সফরে আসা চট্টগ্রাম প্রেস ক্লাব এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় ড. হাছান মাহমুদ বলেন, ভারতের সাংবাদিকদের বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করবে শুধু নয়, মানুষে মানুষে আত্মিক সম্পর্ক আরো গভীরতর করতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

এর আগে তথ্যমন্ত্রী ভারতীয় সাংবাদিকদের নিয়ে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেল ও ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতির স্থান পাহাড়তলীর ইউরোপীয়ান ক্লাব পরিদর্শন করেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Bangladesh : আকাশ থেকে এখন আর কুঁড়েঘর দেখা যায় না

আপডেট সময় : ০৯:০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩

‘কাঁটাতারের বেড়া আমাদের ভালোবাসা বিভক্ত করতে পারেনি, তথ্যমন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ’

 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ-ভারত গভীর সম্পর্ক আমাদের উন্নয়ন অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন আর আকাশ থেকে কুঁড়েঘর দেখা যায় না। বাস্তবিক অর্থে কুঁড়েঘর হারিয়ে গেছে, এটিই বদলে যাওয়া বাংলাদেশ চিত্র।

বাংলাদেশের এই বদলে যাওয়ার পেছনে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে গত ১৪ বছর ধরে সুসম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারত দুটি দেশ, আমরা দু’দেশের নাগরিক বটে, কিন্তু আমরা একই পাখির কলতান শুনি, একই নদীর অববাহিকায় আমরা বেড়ে উঠি। একই মেঘ আমাদের এখানে বারিষণ করে। কাঁটাতারের বেড়া আমাদের এই বন্ধনকে বিভক্ত করতে পারেনি। কাঁটাতারের বেড়া আমাদের সংস্কৃতি ঐতিহ্য কৃষ্টি ভাষা, সবশেষে আমাদের ভালোবাসাকে বিভক্ত করতে পারেনি।

বাংলাদেশ সফরে আসা ভারতের সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা তুলে ধরেন তথ্যমন্ত্রী।

কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর ও সাধারণ সম্পাদক কিংসুক প্রামাণিকের নেতৃত্বে ২৫ এবং গৌহাটির সাংবাদিক মনোজ কুমার গোস্বামীর নেতৃত্বে ৯জন সাংবাদি বাংলাদেশ সফর করছেন।

রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে বাংলাদেশ সফরে আসা চট্টগ্রাম প্রেস ক্লাব এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় ড. হাছান মাহমুদ বলেন, ভারতের সাংবাদিকদের বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করবে শুধু নয়, মানুষে মানুষে আত্মিক সম্পর্ক আরো গভীরতর করতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

এর আগে তথ্যমন্ত্রী ভারতীয় সাংবাদিকদের নিয়ে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেল ও ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতির স্থান পাহাড়তলীর ইউরোপীয়ান ক্লাব পরিদর্শন করেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।