সংবাদ শিরোনাম ::
Airplane crashed in Nepal : নেপালে বিধ্বস্ত উড়োজাহাজ থেকে ৪০জনের মরদেহ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ২১৩ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
রবিবার সকালে নেপালের পর্যটন শহর পোখারায় ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। এতে ৪ জন ক্রু ও ৬৮ জন যাত্রী ছিলেন। বিধ্বস্ত উড়োজাহাজটিতে ৫ জন ভারতীয়সহ ১৫ জন বিদেশি যাত্রী ছিলেন।
কাঠমান্ডু পোস্ট বলছে, যাত্রীদের মধ্যে ৬২ জন প্রাপ্তবয়স্ক। বাকি ৬ জন শিশু। উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (সিএএএন) বলছে, উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিটে কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশে ছেড়ে যায়। উড়োজাহাজটি আকাশে ওড়ার প্রায় ২০ মিনিটের মধ্যে পোখারায় বিধ্বস্ত হয়।



















