Actress Ankhi : অগ্নিদগ্ধ অভিনেত্রী আঁখির শরীরের ৩৫ শতাংশ দগ্ধ
- আপডেট সময় : ০৭:৫২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ১৭০ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
একটি টেলিফিল্মের শুটিং সেটে অগ্নিদগ্ধ হলেন ছোটপর্দার অভিনেত্রী শারমিন আঁখি। গুরুতর আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় অবিনেত্রীকে। রবিবার ঢাকার মিরপুরে একটি টেলিফিল্মের শুটিং সেটে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয়ে শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানালেন, স্বামী নির্মাতা রাহাত কবির।
সংবাদমাধ্যমকে রাহাত কবির বলেন, আঁখি মিরপুরের একটি শুটিং হাউজে টেলিফিল্মের শুট করার সময় সেটে মেকআপ নিয়ে ওয়াশরুমে যান চুল ঠিক করতে। হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে এ ঘটনাটি ঘটে। দুই হাত, পা ও কপালের একাংশ, চুলসহ ৩৫ শতাংশ দগ্ধ হয়েছেন অভিনেত্রী।
নির্মাতা রাহাত আরও জানান, ডাক্তার অনেকগুলো পরীক্ষা দিয়েছে। সেগুলোর ফলাফলের পর পরিস্থিতি বলা যাবে। হাসপাতালে প্রায় একমাস থাকতে হবে। আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় ১ বছর সময় লাগতে পারে।




















