সংবাদ শিরোনাম ::
ইলা সূত্রধর-এর কবিতা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ ৩২২ বার পড়া হয়েছে
ভাঙ্গন
তুমি বললে
গতানুগতিক এ কোন পথে চলা
একটানা একই স্রোতে ঝাঁকের কৈ হয়ে ভাসা
বুকের ভেতর মনখারাপের উথালপাথাল
এসব বড়ই একঘেয়েমি লাগে আজকাল
এবার গন্তব্য নাহয় অন্য পথে ফিরুক
নদীও একথা বুঝে গেছে আগে
তাই জোয়ারের যৌবনে অগণিত ঢেউ
মুহূর্তরা কাছে এলে পথ বেঁকে যায়
শুধু কয়েকটি রাতের ব্যবধান
ঘনঘোর অমানিশা কেটে গেলে
সুন্দরী যুবতী হয়ে ওঠে রাকা
ওমনি বালিয়াড়ি সৈকত
চিকচিক করে হাসে ঝিনুকের দেশে
কে যেন বলেছে তাকে খুব সুন্দর
কিন্তু সে জানে সে ক্ষনিকের উপলক্ষ মাত্র
ভাঙ্গন তো চিরকালীন।

























