অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে আহত কিশোরের মৃত্যু
- আপডেট সময় : ০৩:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ার সিডনি হারবারে হাঙরের আক্রমণে গুরুতর আহত ১২ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে। নিহত কিশোরের নাম নিকো অ্যান্টিক।
পরিবারের ভাষ্যমতে, গত সপ্তাহে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিকো একটি বড় হাঙরের আক্রমণের শিকার হয়। সিডনির পূর্বাঞ্চলীয় ভক্লুজ এলাকায় প্রায় ছয় মিটার উঁচু একটি পাথর থেকে পানিতে ঝাঁপ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
হামলার সময় সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে হারবারের পানির স্বচ্ছতা কমে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এতে পানির নিচে দৃশ্যমানতা হ্রাস পায়, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। আক্রমণের পর নিকোর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। সংকটাপন্ন অবস্থায় তাকে একটি নৌকায় করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এক শোকবার্তায় নিকোর বাবা-মা লোরেনা ও হুয়ান অ্যান্টিক বলেন, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় ছেলে নিকো আর আমাদের মাঝে নেই।”
তারা আরও বলেন, নিকো ছিল হাসিখুশি, বন্ধুবৎসল ও খেলাধুলাপ্রিয় একটি শিশু। তার হৃদয় ছিল দয়ালু ও উদার, আর সে সবসময় প্রাণবন্ত থেকেছে। পরিবার জানায়, নিকোকে তারা চিরকাল সেই আনন্দময় স্মৃতিতেই স্মরণ করবে।
এটি সিডনিতে সাম্প্রতিক সময়ে হাঙর-সম্পর্কিত তৃতীয় প্রাণহানির ঘটনা। এর আগে গত সেপ্টেম্বর মাসে সিডনির উত্তরাঞ্চলের একটি জনপ্রিয় সৈকতে গ্রেট হোয়াইট হাঙরের আক্রমণে সার্ফার মারকারি সিলাকিস নিহত হন। তার দুই মাস পর, সিডনির উত্তরে একটি দুর্গম সৈকতে সাঁতার কাটার সময় একটি বুল হাঙরের আক্রমণে এক নারীর মৃত্যু হয়।
অস্ট্রেলীয় সামুদ্রিক বিজ্ঞানীদের মতে, সমুদ্রে মানুষের উপস্থিতি বৃদ্ধি এবং পানির তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে হাঙরের স্বাভাবিক চলাচলের ধরনে পরিবর্তন আসছে। এই পরিবর্তনই সাম্প্রতিক বছরগুলোতে হাঙর হামলার সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে বলে তারা মনে করছেন।



















