তরুণদের কর্মসংস্থান ও বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান
- আপডেট সময় : ০৯:১৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও অবকাঠামোগত উন্নয়ন এবং বস্তিবাসীর পুনর্বাসনসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর ভাষানটেকে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে দেশে স্বৈরাচারী শাসনের পতন ঘটেছে। এখন সময় রাষ্ট্র ও প্রতিষ্ঠান পুনর্গঠনের। তাঁর ভাষায়, স্বৈরাচারী শাসনের ফলে দেশের বহু প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, যেগুলো পুনরুদ্ধারে জনগণের ভোটে নির্বাচিত ও জবাবদিহিমূলক প্রতিনিধি প্রয়োজন।
তিনি বলেন, ‘আমি, তুমি ও ডামি’ নির্বাচনের কারণে সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে জনপ্রতিনিধির কাছে যেতে পারেনি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রকৃত প্রতিনিধি নির্বাচন এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
জনসভায় উপস্থিত মানুষের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, আগামী দিনে জনপ্রতিনিধিদের জনগণের দোরগোড়ায় যেতে হবে, তাদের কথা শুনতে হবে এবং বাস্তব সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি জানান, কৃষকদের জন্য বিশেষ কার্ড চালু ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে কৃষি খাতকে শক্তিশালী করা হবে।
তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে, যাতে তারা দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে পারে কিংবা উদ্যোক্তা হিসেবে নিজস্ব ব্যবসা গড়ে তুলতে পারে।
নারীদের ক্ষমতায়নের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, নারীদের জন্য কর্মসংস্থান ও ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে পরিকল্পিত পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই অঙ্গীকারে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ভোটে ধানের শীষ বিজয়ী হলেই এসব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে।
জনসভায় তারেক রহমানের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ দলের শীর্ষ নেতারা। বক্তব্য শুরুর আগে তিনি ভাষানটেকের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানের আশ্বাস দেন।



















