একাত্তরেই বাংলার মানুষ তাদের দেখে নিয়েছে: তারেক রহমান
- আপডেট সময় : ০৭:৪২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল জনসভার মধ্য দিয়ে নির্বাচনী যাত্রা শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করে তিনি দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ও কঠোর সমালোচনা করেন।
বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান জনসভায় উপস্থিত এক ব্যক্তিকে মঞ্চে ডেকে নিয়ে প্রশ্ন করেন, আপনি কাবা শরিফে গেছেন, কাবা শরিফের মালিক কে? উত্তরে ওই ব্যক্তি বলেন, আল্লাহ। এরপর তিনি একের পর এক প্রশ্ন রাখেন, এই পৃথিবীর মালিক কে, সূর্য-নক্ষত্রের মালিক কে, বেহেশতের মালিক কে, দোজখের মালিক কে? প্রতিটি প্রশ্নের জবাবে একই উত্তর আসে, আল্লাহ। এ সময় উপস্থিত জনতাও সমস্বরে আল্লাহ, আল্লাহ বলে সাড়া দেয়।
এরপর তারেক রহমান বলেন, আপনারা সবাই সাক্ষী দিলেন, দুনিয়ার মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ, বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। তাহলে যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। অথচ নির্বাচনের আগেই একটি দল বলছে, এই দেব, ওই দেব, টিকিট দেব। যেটার মালিক মানুষ নয়, সেটার প্রতিশ্রুতি দেওয়া কি শিরকের শামিল নয়? তিনি বলেন, এরা শুধু মানুষকে ঠকাচ্ছে না, মুসলমানদের শিরকের দিকে ঠেলে দিচ্ছে, নাউজুবিল্লাহ।
এরপর মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের সেই যুদ্ধে লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। সেই সময় কারা কী ভূমিকা রেখেছিল, তা বাংলার মানুষ দেখেই নিয়েছে। যাদের ভূমিকার কারণে লক্ষ লক্ষ ভাই শহীদ হয়েছেন, অসংখ্য মা-বোনের সম্মানহানি হয়েছে, তাদের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই।
তিনি বলেন, এই কুফরি, এই হঠকারিতা ও এই মিথ্যার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা স্বৈরাচার থেকে দেশ মুক্ত করেছি, এখন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। শুধু ভোটাধিকার নয়, মানুষের জীবনমান নিশ্চিত করাই টেক ব্যাক বাংলাদেশ’-এর লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি মানুষ যেন ভালোভাবে খেয়ে-পড়ে বাঁচতে পারে, নিরাপদে চলাফেরা করতে পারে, এই ব্যবস্থাই গড়ে তুলতে হবে।



















