শার্শায় র্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
- আপডেট সময় : ০৭:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
যশোরের শার্শায় র্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বুলবুল সানা বুলি (৫২) ও শিল্পি খাতুন (৪২) নামে দুই মাদক কারবারি আটক হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সকাল ৭টা ২৫ মিনিটে শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাগুড়ী বেলতলা বাজারের তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক বুলবুল সানা বুলি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার কাটাখালী গ্রামের আনিছুর রহমানের ছেলে। অপর আটক শিল্পি খাতুন একই এলাকার বাসিন্দা।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়-কয়েকজন মাদক ব্যবসায়ী একটি মোটরসাইকেলের মাধ্যমে বাগআঁচড়া বাজার এলাকা থেকে সাতক্ষীরার দিকে অবৈধ ইয়াবা ট্যাবলেট পাচার করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বাগুড়ী বেলতলা বাজারের তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
এ সময় একটি ডিসকভার মোটরসাইকেল চেকপোস্ট এড়িয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা সেটিকে আটক করেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে এবং শালীনতা বজায় রেখে মহিলা র্যাব সদস্য সিপাহী মোছাঃ রাজিয়া সুলতানার মাধ্যমে দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশীকালে আটকরা তাদের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে।
পরবর্তীতে বুলবুল সানা বুলির পরিহিত জ্যাকেটের সামনের বাম পাশের ভেতরের পকেট থেকে ২ হাজার ৯৭০ পিস রঙিন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি কালো রঙের পুরাতন ডিসকভার ১১৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বি প্রিন্স জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধ ইয়াবা ট্যাবলেট নিজেদের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।



















