পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগ তুলে তিন দফা দাবিতে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার বেলা ১১টার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে সংগঠনটির কেন্দ্রীয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শাখার কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। তারা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ইসি প্রধান কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যারিকেড স্থাপন করলেও ব্যারিকেডের সামনের সড়কে অবস্থান নেন ছাত্রদলের নেতা-কর্মীরা। সেখানে ধারাবাহিকভাবে বক্তব্য দেন সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচি চলাকালে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি মহল পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। ছাত্রদল এসব অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। তিনি বলেন, বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নির্বাচন কমিশন পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতদুষ্ট ও বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে, যা জনমনে কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।
তিন দফা দাবির মধ্যে প্রথমত, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিতর্কের দ্রুত ও গ্রহণযোগ্য সমাধানের দাবি জানান তিনি। দ্বিতীয়ত, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে নির্বাচন কমিশন হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে অভিযোগ করেন, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নের মুখে ফেলেছে। তৃতীয়ত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে পূর্বের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘটনাকে নজিরবিহীন আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানান ছাত্রদল নেতারা।
এসব দাবিতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষার লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।