ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ নিয়ম-ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে: তৌহিদ হোসেন প্রত্যেকটি অন্যায়ের বিচার চাইলে গণতান্ত্রিক সরকার অপরিহার্য, তারেক রহমান গোপালগঞ্জ-৩: প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামানিক কাঁদছে জলহারা প্রমত্তা ব্রহ্মপুত্র, বুকে তার ধু ধু বালুচর ৫৬ পর্যবেক্ষক মোতায়েন, নির্বাচন পর্যবেক্ষণে  এখনই অতি সতর্কতার প্রয়োজন নেই: ইইউ ইরান ভেনেজুয়েলা নয়: ট্রাম্পের জন্য সহজ নয় জয়ের পথ গুমের শিকার পরিবারগুলোর পাশে তারেক রহমান, মানবিক আবেগে ভরা মতবিনিময় সভা খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়েছিল: ডা. এফ এম সিদ্দিকীর গুরুতর অভিযোগ কৃষক বাঁচলে বাঁচবে দেশ: রংপুরে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের বিভাগীয় সমাবেশ ২১ দিন লাশের সঙ্গে বসবাস: ঋণ-বিবাদে নৃশংসভাবে খুন মা ও কিশোরী মেয়ে

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, ঢাকা-৯ আসনে নির্বাচনী সমীকরণে পরিবর্তন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, ঢাকা-৯ আসনে নির্বাচনী সমীকরণে পরিবর্তন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেওয়া চিকিৎসক ও রাজনীতিক তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত জানান। এই সিদ্ধান্তকে ঘিরে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা তৈরি হয়েছে।

তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠনের প্রেক্ষাপটে দলীয় অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি পদত্যাগ করেন। এরপর তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেন।

হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, তাসনিম জারার মোট সম্পদের পরিমাণ ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা। তাঁর বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা এবং আয়কর প্রদান করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা। হলফনামায় কোনো মামলা, ঋণ, দায় বা সরকারি পাওনার তথ্য উল্লেখ করা হয়নি। তাঁর কোনো বাড়ি, ফ্ল্যাট কিংবা কৃষি বা অকৃষি জমি নেই। অলংকার রয়েছে আনুমানিক আড়াই লাখ টাকার।

তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। তাঁর স্বামী খালেদা সাইফুল্লাহ একজন উদ্যোক্তা ও গবেষক। ১৯৯৪ সালের ৭ অক্টোবর জন্ম নেওয়া তাসনিম জারা এমএসসি ডিগ্রিধারী। তিনি রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার বাসিন্দা।

মনোনয়নপত্র বাতিলের ঘটনায় ঢাকা-৯ আসনের নির্বাচনী মাঠে নতুন করে রাজনৈতিক সমীকরণ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, ঢাকা-৯ আসনে নির্বাচনী সমীকরণে পরিবর্তন

আপডেট সময় : ০১:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেওয়া চিকিৎসক ও রাজনীতিক তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত জানান। এই সিদ্ধান্তকে ঘিরে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা তৈরি হয়েছে।

তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠনের প্রেক্ষাপটে দলীয় অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি পদত্যাগ করেন। এরপর তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেন।

হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, তাসনিম জারার মোট সম্পদের পরিমাণ ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা। তাঁর বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা এবং আয়কর প্রদান করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা। হলফনামায় কোনো মামলা, ঋণ, দায় বা সরকারি পাওনার তথ্য উল্লেখ করা হয়নি। তাঁর কোনো বাড়ি, ফ্ল্যাট কিংবা কৃষি বা অকৃষি জমি নেই। অলংকার রয়েছে আনুমানিক আড়াই লাখ টাকার।

তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। তাঁর স্বামী খালেদা সাইফুল্লাহ একজন উদ্যোক্তা ও গবেষক। ১৯৯৪ সালের ৭ অক্টোবর জন্ম নেওয়া তাসনিম জারা এমএসসি ডিগ্রিধারী। তিনি রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার বাসিন্দা।

মনোনয়নপত্র বাতিলের ঘটনায় ঢাকা-৯ আসনের নির্বাচনী মাঠে নতুন করে রাজনৈতিক সমীকরণ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।