সংবাদ শিরোনাম ::
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৯:১০:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভিসাসহ সব ধরনের কনসুলার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। সোমবার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক নোটিশে বিষয়টি জানানো হয়। নোটিশে সেবা বন্ধ থাকায় সংশ্লিষ্ট সবার প্রতি দুঃখপ্রকাশ করা হয়েছে।
এর আগে, গত শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনা’ নামের একটি ব্যানার ব্যবহার করে কয়েকজন ব্যক্তি বিক্ষোভ ও উগ্র আচরণ করেন।
এ সময় তারা হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন বলেও জানা গেছে। ঘটনার পর নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




















