পার্লামেন্ট ভেঙে দিলেন ভারতের প্রেসিডেন্ট
- আপডেট সময় : ০৯:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে
ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। বুধবার (৫ জুন) প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স দেওয়া এক বার্তায় ১৭তম লোকসভার বিলুপ্তি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট।
মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। সেখানে দেখা যায়, বিজেপি ২৪০টি আসন পেয়েছে। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২টি আসন। কংগ্রেসের ইন্ডিয়া জোট ২৩২ আসনে জিতে চমক দেখিয়েছে। এ ছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডিইউ ১২টি এবং অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি বা টিডিপি ১৬টি আসন পেয়েছে। ফলে নতুন জোট সরকার গঠনে এই দুই দলের ওপর নির্ভর করছে অন্য বড় দল দুটি।
অন্য বারের মতো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এখন জোট সরকার গঠনের তোড়জোড় চলছে। এবারের নির্বাচন পরবর্তী হিসাব-নিকাষে কিংমেকার হিসেবে আবির্ভূত হয়েছেন নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। তাদের দুজনের সমর্থন পেলেই সরকারে আসতে পারবে বিজেপির এনডিএ জোট কিংবা কংগ্রেসের ইন্ডিয়া জোট। ইতিমধ্যে দুই নেতাকে জোটে ভিড়াতে চেষ্টা-তদবির শুরু করে দিয়েছে বড় দল দুটি।
সূত্র: বিবিসি, এনডিটিভি



















