সাতক্ষীরার আমের ইউরোপ যাত্রা
- আপডেট সময় : ০৯:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে
ইউরোপ যাত্রা শুরু করেছে সাতক্ষীরার হিমসাগর ও গোবিন্দভোগ আম। ইংল্যান্ড, সুইডেন আর ইতালিতে প্রতি বছরই যাচ্ছে সুস্বাদু আম। ইউরোপের বাজারে রপ্তানি রপ্তানির সুযোগ উকি দিচ্ছে সাতক্ষীরার ল্যাংড়া ও আম্রপালি আমেরও। ২০১৫ সাল থেকে সাতক্ষীরার আম ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে আসছে।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানাচ্ছে, চলতি মৌসুমে সাতক্ষীরা থেকে ৩০০ মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্যপূরণে রপ্তানিযোগ্য আম উৎপাদনের সাতক্ষীরা সদর, কলারোয়া ও দেবহাটা উপজেলার ৩০০ জন চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়।
সাতক্ষীরায় আমের ফলন কম হওয়া, ঘূর্ণিঝড় রেমেলে ঝরে পড়া ও খরার কারণে আমের আকার বড় না হওয়ায় চলতি মৌসুমে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সংশয় দেখা দিয়েছে। সাতক্ষীরা থেকে এ পর্যন্ত ৫০ মেট্রিক টন আম রপ্তানি হয়েছে।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, চলতি মৌসুমে আমের ফলন কম হওয়ার পাশাপাশি রপ্তানির মান অর্জনে ব্যর্থ হয়েছে। ঘূর্ণিঝড়ে অনেক গাছের আমে দাগ পড়েছে। এবারে আম আকারেও ছোট। তাই রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হয়ে পড়বে।
ঢাকার আম রপ্তানিকারক প্রতিষ্ঠান তাসিন এন্টারপ্রাইজের সহকারী ব্যবস্থাপক হজরত আলী জানান, ইউরোপের বাজারে সাতক্ষীরার হিমসাগর আমের ব্যাপক চাহিদা রয়েছে। তবে এবার আমের উৎপাদন ভালো না হওয়ায় রপ্তানির আম সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। তারপরও চেষ্টা অব্যাহত চলছে।
সাতক্ষীরার একজন আম চাষী জানান, এবার দাম পাওয়া যাচ্ছে ভালো। গত মৌসুমে যে আম ২৪০০/২৫০০ টাকা মণ বিক্রি হয়েছে, এবারে প্রতিমণ আম ৩২০০-৩৪০০ টাকায় বিক্রি হচ্ছে।



















