ঘুমজনিত কারণে বাড়ছে ঝুঁকি বাড়ছে জটিল রোগের!
- আপডেট সময় : ০৮:৪২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ২৮৬ বার পড়া হয়েছে
প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে অনিদ্রা, নিদ্রাকালীন শ্বাসরোগসহ নিদ্রাকালীন বিভিন্ন রোগে ভুগছেন।
এসব রোগের কারণে ডায়াবেটিস, স্ট্রোক, হৃদরোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে
ছবি : সংগৃহীত
ঘুমজনিত কারণে বাড়ছে ঝুঁকি বাড়ছে জটিল রোগের!
চিকিৎসা বিজ্ঞানিদের গবেষণায় বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে অনিদ্রা, নিদ্রাকালীন শ্বাসরোগসহ নিদ্রাকালীন বিভিন্ন রোগে ভুগছেন।
এসব রোগের কারণে ডায়াবেটিস, স্ট্রোক, হৃদরোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে।
প্রাপ্ত বয়স্কদের ঘুমের মধ্যে রোগের প্রাদুর্ভাব, ঝুঁকি এবং স্বাস্থ্যের ক্ষতি নিয়ে বিষয়ে গবেষণায় এই তথ্য ওঠে এসেছে।
ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রাপ্ত বয়স্কদের ঘুমের মধ্যে রোগের প্রাদুর্ভাব, ঝুঁকি এবং
স্বাস্থ্যের ক্ষতি নিয়ে প্রাথমিক গবেষণার ফলাফল ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে উল্লেখিত তথ্র জানানো হয়।
চিকিৎসকরা বলেন, ঘুমজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের ডায়াবেটিস, স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে। ঠিকমতো ঘুম না হওয়ায় অনেকে অফিসে কাজে অমনোযোগী থাকেন, মেজাজ খিটখিটে থাকে। সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন।
গবেষণাটি শেষ হলে ঘুমের মধ্যে আরও কী কী সমস্যা বা রোগ রয়েছে এবং তা অন্যান্য রোগের ওপর কী প্রভাব ফেলছে ইত্যাদি জানা যাবে।
বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, গবেষণার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানসহ স্বাস্থ্য খাতে রোগ প্রতিরোধ ও প্রতিকারে সাফল্য নিশ্চিত করতে হবে।
বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য বলেন, ঘুমসংক্রান্ত রোগ ও স্বাস্থ্যের ক্ষতি নিয়ে যে গবেষণা কার্যক্রমটি হাতে নেয়া হয়েছে, তা প্রধানমন্ত্রীর সমন্বিত গবেষণা প্রকল্পেরই অংশ।




















