খড়গপুরে স্বর্ণের দোকানে দিন দুপুরে ডাকাতির চেষ্টা, গুলিবিদ্ধ দোকানমালিক
- আপডেট সময় : ০৩:২৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের একটি স্বর্ণ বিপণীতে ডাকাতির চেষ্টাকালে বাধাপ্রাপ্ত ডাকাতের গুলিতে এক দোকান মালিক গুলিবিদ্ধ ও কর্মচারী আহত হয়।
শুক্রবার খড়গপুর শহরের গোলবাজার এলাকার একটি স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টা চালানো হয়। এসময় ডাকাতিতে বাধা দেওয়ায় চলল গুলিও। আর তাতেই আশিসকুমার দত্ত নামের স্বর্ণ দোকানের মালিক গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দোকানের এক কর্মীও আহত হয়েছেন। তিনি খড়গপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, দোকান মালিক আশিসের বাড়ি মেদিনীপুর শহরে। সকালে তিনি নিজের দোকানে যান। তার সঙ্গে ছিলেন ছেলে। অভিযোগ, দোকান খোলার সময় আচমকা চার-পাঁচ জন আশিসকে ঘিরে ধরেন। তার দোকানে ঢোকার চেষ্টা হয়। বাধা দিলে এক জন আশিসকে লক্ষ্য করে গুলি চালান। গুলিটি লাগে আশিসের পেট এবং বুকের মাঝখানে। সেখানেই লুটিয়ে পড়েন তিনি।
অন্য দিকে, ডাকাতিতে বাধা দেওয়ায় দোকানের এক কর্মীর উপরও চড়াও হয় ডাকাতদল। অস্ত্র দিয়ে তার হাতে কোপ দেওয়া হয়। চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের দোকানিরা ছুটে এলে চার-পাঁচ জনের দলটি পালিয়ে যায়।
খবর পেয়ে হাসপাতালে গিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্র আনন্দবাজার




















