বাজারে সরকারের নির্দেশ বাস্তবায়িত হচ্ছে না
- আপডেট সময় : ১০:০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৭৯ বার পড়া হয়েছে
আলু ৫০, প্রকার ভেদে পেঁয়াজ ৫৫-৯০ দুর্ভোগে ক্রেতা, বাজার মনিটরিংয়ের অভাব ছুটির দিনে সকল পণ্যের দামই উর্ধমুখি
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
শুক্রবার সন্ধ্যায় খিলগাঁও এলাকায় খুচরা বিক্রিতা ব্যস্ত। একাধিক ক্রেতার কেউ পেঁয়াজ কেউ বা আলুর দাম জানতে চাচ্ছে। কিন্তু বিক্রেতা তেমন গা করছে না। এক পর্যায়ে মাথা তুলে তাকিয়ে বললেন, অরজিনাল পেঁয়াজ ৯০, আরও একটু নিম্নমানের ৭০ টাকা এবং ছাদ ছেলা পেঁয়াজের কেজি ৫৫ টাকা।
খুচরা পর্যায় থেকে পাইকারি কোথাও সরকারের নির্ধারণ করে দেওয়া দামে আলু বা পেঁয়াজ বিক্রি করছে না কেউ। উল্টো গত সপ্তাহে দেশি পেঁয়াজ যেখানে বিক্রি হয়েছে ৮৫ টাকা, সেখানে শুক্রবার একই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজিতে। আর আলু বিক্রি হচ্ছে আগের মতোই প্রতি কেজি ৫০ টাকায়।
ছোট আলু ৬০ টাকা কেজি। দেশি পেঁয়াজ ৯০- ৯৫ টাকা, ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছে ৯০-৯৫ টাকা, বাজারের খুচরা বিক্রেতাদের কাছে মানভেদে ৮০-৯০ টাকা এবং পাইকারি ব্যবসায়ীদের কাছে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আর ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ৬৫ টাকা, ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছে ৭০ টাকা, বাজারের খুচরা বিক্রেতাদের কাছে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রস জাতের পেঁয়াজ ভ্রাম্যমাণ বিক্রেতারা বিক্রি করছেন ৯০ টাকায় এবং বাজারের খুচরা বিক্রেতারা বিক্রি করছেন ৭৫-৮০ টাকায়।




















