কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে সেনা মোতায়েন
- আপডেট সময় : ০৮:৫৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
মোহাম্মদপুর কৃষি মার্কেটের ছোট বড় প্রায় সাড়ে ৩০০ দোকান আগ্রওনের লেলিহান শিখায় পুড়ে গেছে। চোখের নামনে নিজের শেষ সম্বল পুড়ে ছাই হতে দেখেছেন ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীরা। তারা চিৎকার করে কেঁেদেছেন, কিনু বিধ্বংসী আগুনের তীব্রতায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
নিজেদের উপার্জনের ব্যবসা প্রতিষ্ঠানটি নিজেদের চোখের সামনে পুড়ে যেতে দেখে শোকে স্তব্ধ ব্যবসায়ীরা। তারপরও যদি কোনও কিছু বের করা যায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
ব্যবসায়ীদের অভিযোগ, আগুন নিয়ন্ত্রণে ধীরগতির কারণে অনেক দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সঠিকভাবে কাজ করতে না পারার কারণে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে গেছে।
এতে করে প্রায় কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়ছেন তারা। ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ফায়ার সার্ভিসের সহায়তায় সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কাজ করছে নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। উদ্ধার-সহায়তায় বিজিবিও মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।
উদ্ধারকাজে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ ও বিজিবি’র সদস্যরাও।
বৃহস্পতিবার ভোর রাত প্রায় পৌছেন ৩টার দিকে ঢাকার মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুনের সূত্রপাত।
মার্কেটটিতে কাপড়, জুতা, জুয়েলারি, কাঁচা সবজিসহ বিভিন্ন প্রকারের হাজারেরও বেশি দোকান-পাট রয়েছে। এর মধ্যে একটি বড় অংশই টিনশেডে।




















