কাঁচামরিচের কেজি ৫০০ টাকা! ভারত থেকে আমদানি শুরু
- আপডেট সময় : ০৮:১৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ২১০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
পেঁয়াজের পর কাঁচামরিচ নিয়েও সিন্ডিকেটবাজী। বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতিনিয়ত বাজারে দ্রব্যমূল্যের উর্ধগতি। এর আগে পিঁয়াজের কেজি ২০০ ডাবল সেঞ্চুরী হাকায়। অবশেষে দামের নাগাম টানতে ভারত থেকে আমদানি শুরু হলে দাম কমে আসে। এবারে কাঁচামরিচ নিয়ে মাঠে নামেএকটি সিন্ডিকেট।
ভোক্তাদের অভিযোগ বাংলাদেশে এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি, যার প্রভাবে কাচামরিচের কেজি ৫০০ টাকা হবে। ভোক্তারা এখন সিন্ডিকেটেচর কবলে। বাংলাদেশের বাজারে কাঁচামরিচের কেজি ৫০০ টাকা কেন, এমন প্রশ্নে খুচরা ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহে যে কাঁচামরিচের কেজি ছিল ৩০০ টাকা সোমবার সেই মরিচের কেজি ৫০০ টাকায় পৌছায়।
হঠাৎ করে বাজার থেকে কাঁচামরিচ লাপাত্তা কেন জানতে চাইলে ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় আমদানি কম। সবই সিন্ডিকেটের কবলে। কাঁচামরিচের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় চাহিদার যোগান দিতে ভারত থেকে ১ হাজার ৯’শ মেট্রিকটন কাচামরিচ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।
রবিবার ব্যবসায়ীরা অনুমতি পাবার পর সোমবারই হিলি স্থলবন্দর দিয়ে একাধিক কাঁচামরিচ বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানাচ্ছেন, দেশে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় ভারত থেকে আমদানি করার সিদ্ধান্ত নেয়। রবিবার তাদের কয়েকজন আমদানির অনুমতি পান এবং কাচামরিচ আমদানি শুরু করেন।




















