ভারতে খুচরা মূল্যস্ফীতির হার আরও কমেছে
- আপডেট সময় : ০৬:৪৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ১৯৮ বার পড়া হয়েছে
ভারতে খুচরা মূল্যস্ফীতির হার কমেছে
এক টুইট বার্তায় অর্থ মন্ত্রকের দাবি, সরকার খাদ্যের দাম কমানোর পদক্ষেপ নেওয়ার কারণেই মূল্যস্ফীতি সহনশীল সীমার মধ্যে এসেছে। সেই সঙ্গে ভোজ্যতেল, ডাল ও চাল-গমের দাম আরও কমবে
ভয়েস ডিজিটাল ডেস্ক
ভারতে খুচরা মূল্যস্ফীতির হার কমেছে। গত নভেম্বর মাসে প্রথমবার রিজার্ভ ব্যাংকের বেঁধে দেওয়া ৬ শতাংশ সীমার নিচে নেমে এসেছে। বিশ্লেষকরা স্বস্তির প্রকাশ করেছেন খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির হার কমে আসায়। দাম কমেছে সবজিরও।
ভারতের সরকারি পরিসংখ্যান অনুসারে, নভেম্বর মাসে খুচরা মূল্যস্ফীতি ৫ দশমিক ৮৮ শতাংশে নেমেছে, অক্টোবরে যা ছিল ৬ দশমিক ৭৭ শতাংশ আর গত বছরের নভেম্বরে ছিল ৪ দশমিক ৯১ শতাংশ। মূলত খাদ্যপণ্যের মূল্যহ্রাসের কারণে খুচরা মূল্যস্ফীতির হার কমেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে রিজার্ভ ব্যাংক মে থেকে ৫ দফায় ২২৫ ভিত্তি পয়েন্ট নীতি সুদ বাড়িয়েছে। খবর ইকোনমিক টাইমস এই খবর দিয়েছে।
এক টুইট বার্তায় অর্থ মন্ত্রকের দাবি, সরকার খাদ্যের দাম কমানোর পদক্ষেপ নেওয়ার কারণেই মূল্যস্ফীতি সহনশীল সীমার মধ্যে এসেছে। সেই সঙ্গে ভোজ্যতেল, ডাল ও চাল-গমের দাম আরও কমবে।
মে মাসে ভারতের খুচরা মূল্যস্ফীতির হার আরও কমেছে। কয়েক মাস ধরে খুচরা পর্যায়ে মূল্যস্ফীতি কমছে, তারই ধারাবাহিকতায় মে মাসে মূল্যস্ফীতির হার কমল। সেই সঙ্গে গত মাসে ভারতের শিল্পোৎপাদনও বেড়েছে, অর্থাৎ উৎপাদন খাত চাঙা হয়েছে।
খবরে বলা হয়েছে, মে মাসের বার্ষিক হিসাবে ভোক্তা মূল্য সূচক বা সিপিআইয়ে ভারতের খুচরা মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৩ শতাংশ, এপ্রিলে যা ছিল ৪ দশমিক ৭ শতাংশ। ভারতের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস (এনএসও) জানিয়েছে, মে মাসে খাদ্য মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ২ দশমিক ৯ শতাংশ, আগের মাসে যা ছিল ৩ দশমিক ৮ শতাংশ। মে মাসে ভারতের গ্রামাঞ্চলের খুচরা মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৪ দশমিক ২ শতাংশ, শহরাঞ্চলের ক্ষেত্রে যা ৪ দশমিক ৩ শতাংশ।




















