ইলিশা থেকে প্রতিদিন ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে
- আপডেট সময় : ০৮:২৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ২৮৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের ২৯তম গ্যাসক্ষেত্র ইলিশা, মজুত ২০ হাজার কোটি ঘনফুট
অনলাইন ডেস্ক
টানা ২৬ বছর পর্যন্ত দৈনিক গড়ে ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দ্বীপজেলা ভোলা সাগর বেষ্টিত। সেই আরও দুটি গ্যাস ক্ষেত্র আগেই আবিষ্কার করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি (বাপেক্স)। ভোলায় এটি তৃতীয় গ্যাসক্ষেত্র। জেলার ইলিশা ইউনিয়নে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের ২৯তম গ্যাসক্ষেত্র হিসাবে ঘোষণা দেয় সরকার।
এর আগে জেলার শাহবাজপুর ও ভোলা নর্থে পর দুটি গ্যাসক্ষেত্র আবিষ্কার করে রাষ্ট্রীয় গ্যাস অনুসন্ধ্যানী প্রতিষ্ঠানটি। তীব্র জ্বালানি সংকটে ‘ইলিশা গ্যাসক্ষেত্র’ দেশীয় অর্থনীতি ও বাণিজ্যে স্বস্তি ফেরার আশা করছে ব্যবসায়ীরা।
সোমবার ঢাকায় গ্যাসক্ষেত্র হিসাবে ইলিশার নাম ঘোষণা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ইলিশা-১ অনুসন্ধান কূপ খননের মাধ্যমে এ গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হবার কথা জানান তিনি। গ্যাসক্ষেত্রটিতে প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট (২০ হাজার কোটি ঘনফুট) গ্যাস মজুত রয়েছে।
দেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের খুচরা দর অনুযায়ী এই পরিমাণ গ্যাসের বাজারমূল্য ৬ হাজার ৫০০ কোটি টাকা। আর যদি দীর্ঘমেয়াদে আমদানি করা এলএনজির দর বিবেচনা করা হয়, তাহলে এর মূল্য দাঁড়াবে ২৬ হাজার ৭৫০ কোটি টাকা।
ভোলায় সব মিলিয়ে প্রায় তিন টিসিএফ গ্যাস মজুত আশা করা হচ্ছে। নদীর ঠিক ওপরের দিকে নতুন গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করা হয়েছে। ২৬ থেকে ৩০ বছর পর্যন্ত এখান থেকে গ্যাস পাওয়া যাবে।




















