বুধবার থেকে বেচাকেনা শুরু করবে বঙ্গবাজারের ব্যবসায়ীরা
- আপডেট সময় : ১০:৪৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ২০৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ঈদকে সামনে রেখে বুধবার থেকেই অস্থায়ীভাবে বঙ্গবাজারে দোকান চালুর সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। তাতে ঈদের আগে কিছু হলেও টাকার মুখ দেখবে আগুনে সব হারা দোকানীরা।
মঙ্গলবার সকাল থেকেই ধ্বংস স্তুপ সরিয়ে নিতে শ’খানের শ্রমিক কাজে হাত লাগিয়েছেন। খোলা চত্বর জুড়ে চলছে ইট বিছানোর কাজ। সামনের অংশ শেষ হলে পেছনের অংশ মেরামত করা হবে।
পুড়ে যাওয়া বঙ্গবাজারের প্রায় দুই একর জায়গা জুড়ে ইট-বালি বিছানো হবে। এরই মধ্যে ৪০ গাড়ি বালি ফেলা হয়েছে। বিছানো হয়েছে প্রায় ৯০ হাজার ইট। পুরো এলাকায় প্রায় ২.৫ লাখ ইট বিছানো এবং প্রায় ১৫০ গাড়ি বালি ফেলার কথা জানান সংশ্লিষ্টরা। মঙ্গলবারের মধ্যেই কাজ শেষ করতে চায় করপোরেশনের।
বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি নাজমুল হুদা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা অস্থায়ীভাবে চৌকিতে বুধবার থেকে বেচাকেনা শুরু করবেন। ব্যবসায়ীদের গুরুত্ব দিতে চান তারা। এখানে যারা পণ্য বিক্রি করছিলেন তারাই বেশি ক্ষতিগ্রস্ত। তারা ঋণ করে এখানে লগ্নি করেছিলেন, সব হারিয়েছেন।
এখন পর্যন্ত দুই কোটির বেশি টাকা অনুদান ও সাহায্য সহযোগিতার কথা নাজমুল হুদা। দোকান মালিক বা পজিশন মালিক অথবা বরাদ্দ করা মালিক যেই হোক না কেন, ঈদের আগে আমরা ব্যবসায়ীদেরই গুরুত্ব দিতে চাই।



















