সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে আরসা কমান্ডার লালাইয়া নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার ক্যাম্প-১৯ এর ব্লক এ/৮ রোহিঙ্গা আশ্রয় শিবিরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে গুলি বিনিময়কালে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার আব্দুল মজিদ ওরফে লালাইয়া (৩২) নিহত হয়েছে। এ সময় আরসার আরও তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
নিহত আবদুল মজিদ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় কমান্ডার ছিলেন। ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. ফারুক আহমেদ।



















