সংবাদ শিরোনাম ::
Mahua Bhattacharya : মহুয়া ভট্টাচার্যীর কবিতা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ১৮৬ বার পড়া হয়েছে
এখনি আসিবে সন্ধা,
গোধুলির মায়া ছিন্ন হলে,
তবু রাত্রির পূর্বে ফিরো,
রঙমাখা মুখ বদলে,
ঘনাবে রাত্রি ঠিক,
নিয়মের বেড়াজাল মেনে,
চুপ থেকে যাবো আজও,
সব কিছু অজানা জেনে|
বদলের পালা নাকি আসিবে জানি,
তুমি আমি বদলের নিয়ম মানি,
একে একে সময়ের অবকাশে,
বদলাবে নিয়মের হাতছানি|
হয়তো বা কিছু বিস্মিত্ব, বিভ্রান্ত,
তবু মেনে নিতে হবে সময়ের দাবি,
গোধুলি চুরি করে, রত্রির আগমন,
মন থেকে না মানা অনুভব|




















