Tongi-Joidebpur dual gauge : টঙ্গী-জয়দেবপুর ডুয়েলগেজ ডাবল লাইন উদ্বোধন করবেন শেখ হাসিনা
- আপডেট সময় : ০৬:৫২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩ ২০২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
প্রতীক্ষিত টঙ্গী-জয়দেবপুর জংশন পর্যন্ত ১১ কিলোমিটার রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টঙ্গী-জয়দেবপুর পর্যন্ত অংশের ডুয়েলগেজ ডাবল লাইনে ট্রেন চলাচলের শুভ সূচনা করবেন। গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান সংবাদমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা থেকে অধিক সংখ্যক ট্রেন চলাচল এবং সময় সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিতে ২০১২ সালের নভেম্বর মাসে ঢাকা-টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণের উদ্যোগ নেয় হাসিনা সরকার।
বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে দ্রুত ট্রেন চলাচলের এই রেলপথটি ঢাকা-টঙ্গী ও টঙ্গী-জয়দেবপুর সেকশনে ঢাকা-টঙ্গী ডুয়েলগেজ ও একটি ডুয়েলগেজ ডাবল লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে একটি ডুয়েলগেজ লাইন চালু রয়েছে। টঙ্গী-জয়দেবপুর সেকশনে চাহিদা থাকা সত্ত্বেও অধিক সংখ্যক ট্রেন পরিচালনা করা যাচ্ছিল না।
সিঙ্গেল লাইন থাকার কারণে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছিল। ক্রসিংয়ের জন্য জয়দেবপুর এবং ধীরাশ্রম স্টেশনে ট্রেনকে অপেক্ষায় রাখা হতো। ডাবল লাইন চালু ফলে আর কোনো ট্রেনকে অপেক্ষায় থাকতে হবে না।
প্রকল্প পরিচালক নাজনীন আরা কেয়া জানান, ডাবল লাইনের কাজ বাস্তবায়নের দায়িত্ব পায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফ কন কল্পতরু। টঙ্গী-জয়দেবপুর সেকশনে ১১ কিলোমিটার রেললাইন নির্মাণ সম্পন্ন হয়েছে।
রেলভন সূত্রের খবর, ৮৪৮ কোটি ৬০ লাখ টাকা ব্যয় ঢাকা-টঙ্গী-জয়দেবপুর সেকশনে ৩৩ দশমিক ৪৮ কিলোমিটার লুপলাইনসহ ১১৬ কিলোমিটার ও চারটি স্টেশনের অবকাঠামোর উন্নয়ন করা হয়েছে। অবশ্য নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। এতে ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় বাড়ে।




















