Home Minister : রোহিঙ্গা সংকট সমাধান না হলে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটতে পারে
- আপডেট সময় : ০৬:৩৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
রোহিঙ্গা সংকট সমাধান না হলে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কারণ সম্প্রতি রোহিঙ্গা শিবির এলাকায় জঙ্গি আস্তানার সন্ধান সেটিরই ইঙ্গিত বহন করে।
বৃহস্পতিবার ঢাকার একটি স্কুলে সরস্বতি পূজা মণ্ডপ পরিদর্শনে এসে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইয়াবার টাকা ভাগাভাগির জন্যই রোহিঙ্গা বিভিন্ন গ্রুপের মধ্যে হানাহানির ঘটনা ঘটছে। এছাড়া পাহাড়ে যে ৫২ জঙ্গির আশ্রয় নিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। জঙ্গিদের নিয়ন্ত্রণ করা গেলেও তাদের মূল উৎপাটন করা যায়নি মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তবে সরকার জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বর করছে। যেকোনো মূল্যেই তাদের নির্মূল করা হবে।




















