Indian ships : পণ্য নিয়ে আশুগঞ্জ বন্দরে ভারতীয় জাহাজ
- আপডেট সময় : ০১:১৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
৯৫৯ টন স্টিলবার নিয়ে ভারতীয় জাহাজ এমভি ভুলকার-১ আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌছেছে। বন্দরের আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে আখাউড়া স্থলবন্দর হয়ে পণ্য যাবে ত্রিপুরায়। এর আগে ট্রানজিটের আওতায় গত বছরের জানুয়ারিতে কয়লা নিয়ে ভারতীয় একটি জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে আসে। এক বছর বিরতি দিয়ে এবারে টাটার ৯৫৯ টন স্টিলবার নিয়ে আসলো ভারতের জাহাজ।
বিআইডব্লিউটিএর আশুগঞ্জ নৌবন্দরের বন্দর কর্মকর্তা উপপরিচালক রেজাউল করিম জানান, ভারতের কলকাতা থেকে আশুগঞ্জে আসা জাহাজটির পণ্য পরিবহন পরিবহন শুরু হবে আজকালের মধ্যে।
নিয়ম অনুসারে বন্দরে জাহাজ অবস্থানকালে দৈনিক ৩১৫ টাকা হারে বার্থিং চার্জ এবং টনপ্রতি ৩৪ টাকা হারে ল্যান্ডিং অ্যান্ড শিপিং চার্জ নেওয়া দিতে হবে। টনপ্রতি ১০ টাকা হারে তদারকি চার্জ দেবে ভারতীয় কর্তৃপক্ষ। এ ছাড়া সড়ক ও জনপথ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ডও নির্ধারিত চার্জ নেবে।
২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময় দুই দেশের অভ্যন্তরীণ নৌপথ অতিক্রম ও বাণিজ্য প্রটোকল চুক্তি সই হয়। এর আওতায় আশুগঞ্জ নৌবন্দরকে পোর্ট অব কল অ্যান্ড ট্রান্সশিপমেন্ট পয়েন্ট ঘোষণা করা হয়। এ চুক্তির আওতায় ২০১১ সালের পর বাংলাদেশ হয়ে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের মালামাল ছাড়াও বিভিন্ন সময় খাদ্য ও কয়লা পরিবহন করেছে ভারত।




















