Smart Bangladesh : ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ, কেউ পিছিয়ে থাকবে না : স্পিকার
- আপডেট সময় : ১০:০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ৫৭১ বার পড়া হয়েছে
সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নারীদের জামানতবিহীন ঋণের ব্যবস্থা
অনলাইন ডেস্ক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। বিনিয়োগকে উৎসাহিত করতে ১০ ইপিজেড জোন প্রতিষ্ঠা করেছে। সমস্ত উন্নয়ন মিলিয়ে আমরা স্মার্ট বংলাদেশে গড়ার দিকে নিয়ে যাবো। ২০২১ সালে রূপকল্প শেখ হাসিনার সরকার তা পূরণ করেছে। বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে বেড়িয়ে উন্নয়শীল দেশের কাতারে।
স্পিকার আরও বলেন, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে কেউ পিছিয়ে থাকবে না। সামগ্রিক পরিকল্পনার ভেতরে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ছিন্নমূল মানুষ, নারী ও শিশু অন্তর্ভূক্ত থাকবে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে।
জাতীয় সংসদের স্পিকার আরও বলেন, বাংলাদেশের দারিদ্রের হার শতকরা ৪০ ভাগ থেকে কমিয়ে ২১ ভাগে নামিয়ে আনা সম্ভব হয়েছে। হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে ব্যাপক কার্যক্রম পরিচালিত হচ্ছে। দারিদ্রসীমার নিচে যারা বাস করছেন, তাদের নানান ধরনের ভাতা দিচ্ছে সরকার। আগামীতে মাতৃত্বকালীন, বিধবা, নারী, প্রতিবন্ধী, শিক্ষা ভাতাসহ নানান ধরনের ভাতা বাড়ানো হবে। তৃণমূল পর্যায়ে দারিদ্র বিমোচন অব্যাহত থাকবে।
শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের কৃষক মাত্র ১০ টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। দেশের অর্ধেক জনগোষ্ঠীর বেশি নারী। নারীদের সার্বিক উন্নয়নের জন্য বর্তমান সরকার ব্যাপক কার্যক্রম করছে। তাদের দক্ষতার উন্নয়ন, ক্ষুদ্র-মাঝারি নারী উদ্যোক্তাদের এগিয়ে আনা।
জাতীয় সংসদের চীফ হুইফ নুর-ই আলম লিটন চৌধুরী, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, টাঙ্গাইলের গোপালপুর আসনের সংসদ সদস্য ছোট মনির, মাদারীপুর কালকিনি আসনের সংসদ সদস্য আবদুস সোবাহান গোলাপ প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।




















