four children : একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
- আপডেট সময় : ০৯:৩২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
শুক্রবার সন্ধ্যায় বেসরকারি অ্যাপোলো হাসপাতালে গৃহবধূ আঞ্জুয়ারা বেগম চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন: ছবি সংগৃহীত
আঞ্জুয়ারা বেগমের বয়স মাত্র ২১ বছর। স্বামী কাঠমিস্ত্রি আতাউর রহমান বাবু। দাম্পত্যজীবনের ৬ বছরের মাথায় এক সঙ্গে চার সন্তানের জন্ম দিলেন আঞ্জুয়ারা। এ নিয়ে একদিকে হওয়ায় অবাক, আবার খুশিও হয়েছেন।
গৃহবধূ আঞ্জুয়ারা বেগম বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরের বেসরকারি অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেন।
গাইনি সার্জন খায়রুল বাশার বলেন, প্রসূতি ও নবজাতকেরা সুস্থ আছে। তবে বাচ্চাদের ওজন যথাক্রমে ১ কেজি ৮০০ গ্রাম, ১ কেজি ৭০০ গ্রাম, ১ কেজি ৬০০ গ্রাম ও ১ কেজি ৪০০ গ্রাম। নবজাতকদের ওজন কম হওয়ায় তাদের উন্নত চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতালের পরিচালক মোহাম্মদ মোরাদুজ্জামান বলেন, গৃহবধূ আঞ্জুয়ারা গত বুধবার হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সন্ধ্যায় আঞ্জুয়ারার অস্ত্রোপচারের মাধ্যমে চার কন্যাসন্তানের জন্ম দেন। এ সময় সার্জন, চিকিৎসক ও হাসপাতালের সবাই অবাক। নবজাতক দেখতে অনেকেই হাসপাতালে ভিড় করেন।




















