Siliguri : রেণুকাকে খুন করে মুণ্ডুবিহীন দেহ জলে ভাসিয়ে দেয় আনসারুল
- আপডেট সময় : ১২:৪৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩ ২৫৫ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
শিলিগুড়ির ফাঁসিদেওয়ার বাসিন্দা রেণুকা খাতুনের মস্তক বিচ্ছিন্ন করে খালের জলে ভাসিয়ে দিয়েছিল তারই স্বামী আনসারুল। দীর্ঘ তল্লাশির পর শুক্রবার সকালে মিলল তার কিন্তু মুণ্ডুহীন দেহ।
পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ির কলেজ পাড়ায় একটি বিউটি পার্লারে কাজ শিখতেন রেণুকা। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে লাপাত্তা। নিখোঁজের ঘটনা জানিয়ে ২৪ ডিসেম্বর শিলিগুড়ি থানায় ডায়েরি দায়ের করে রেণুকার পরিবার। তদন্তে নামে পুলিশ।
শুক্রবার সকালে খালে জল কমে আসায় ফাঁসিদেওয়া ব্লকের গোয়ালটুলির কাছে সুদাম গজ এলাকায় রেণুকার বস্তাবন্দি দেহ ভেসে ওঠে।
রেণুকার স্বামী আনসারুলকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই বেড়িয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। গত ২৪ ডিসেম্বর স্ত্রীকে ফাঁসিদেওয়ায় ঘুরতে নিয়ে সেখানেই কুপিয়ে খুন করেন আনসারুল। তার পর স্ত্রীর দেহ দু’টুকরো করে ভাসিয়ে দিয়েছেন চটহাট সংলগ্ন তিস্তা ক্যানেলে।
৬ বছর আনসারুলের সঙ্গে বিয়ে হয়েছিল রেণুকার। থাকতেন শিলিগুড়ির ৪৩ নম্বর ওয়ার্ডের দাদাভাই কলোনিতে।



















