Shahjalal Airport : শাহজালাল বিমানবন্দর তৃতীয় টার্মিনাল উদ্বোধন অক্টোবরে
- আপডেট সময় : ১০:৫৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩ ৩০০ বার পড়া হয়েছে
‘দেশের প্রতিটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দর সাজিয়ে তোলা হচ্ছে’
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
চলতি বছরের অক্টোবর মাস নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের সম্ভবনার কথা জানিয়েছেন, বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজ করছে স্যামসাং কনস্ট্রাকশন এবং ট্রেডিং (সিঅ্যান্ডটি) করপোরেশন। প্রায় ২১ হাজার ৪০০ কোটি টাকা নির্মাণ ব্যয়ের ৫ হাজার কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার এবং বাকি অংশ আসবে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা’র (জাইকা) তহবিল থেকে। অত্যাধুনিক এই টার্মিনালটি বছরে প্রায় ২ কোটি যাত্রী ব্যবহার করতে পারবে।
বৃহস্পতিবার চট্টগ্রামে ১৩তম আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান মাহবুব আলী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের মেয়াদকালেই দেশের প্রতিটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরকে ঢেলে সাজানোর কাজ সম্পন্ন হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালও এ বছরের মধ্যেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মাণের কাজ দ্রুত এগুচ্ছে। সিলেট বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মাণ ও রানওয়ের শক্তি বৃদ্ধিকরণ সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম বিমানবন্দরের টার্মিনাল সম্প্রসারণের কাজ খুব শিগগিরই কাজ শুরু হবে। রানওয়ের ক্যাপাসিটি বাড়ানোর কাজ আগামী একমাসের মধ্যেই সম্পন্ন হবে। তখন ট্রিপল সেভেনসহ সুপরিসর বিমান এখানে ওঠানামা করতে পারবে।
অভ্যন্তরীণ বিমানবন্দরের মধ্যে সৈয়দপুরে নান্দনিক টার্মিনাল নির্মাণ করা হয়েছে। যশোর বিমানবন্দরের নতুন ভবন চবলতি মাসেই মধ্যে উদ্বোধন হচ্ছে। রাজশাহী বিমানবন্দরে আরও বড় আকারের নতুন টার্মিনাল নির্মাণের জন্য বাজেট অনেক বৃদ্ধি করা হয়েছে। সামগ্রিকভাবে দেশের প্রতিটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দর সাজানো হয়েছে।



















