dollar : রমজানে পণ্য আমদানির এলসি খুলতে ডলার যোগানের সুপারিশ করবে বাণিজ্যমন্ত্রক
- আপডেট সময় : ০২:৪৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩ ২৪৭ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
রমজান মাস আসন্ন। নিত্যপণ্য আমদানিতে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের কোটা রাখার ব্যবস্থা নিতে বাণিজ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা। বাণিজ্যমন্ত্রী বলেন, যদি কোনো ব্যবসায়ী মনে করেন তারা এলসি খুলতে গিয়ে ডলার পাচ্ছেন না, তবে বাণিজ্য মন্ত্রক সংশ্লিষ্ট ব্যাংককে এলসি খোলার জন্য প্রয়োজনীয় ডলার দিতে সুপারিশ করবে।
বুধবার বাণিজ্য মন্ত্রকে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুণশি। সেখানে চলমান ডলার সংকটের বিষয়টি তুলে ধরে ব্যবসায়ীরা অনুরোধ জানান। রমজান মাস সামনে রেখে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি সংক্রান্ত টাস্কফোর্স কমিটির বৈঠকের আয়োজন করে বাণিজ্য মন্ত্রক।
রমজান মাস সামনে রেখে ভোজ্য তেল, চিনি, ডাল, পিঁয়াজ, খেজুর, ছোলা, গম- এ সাত পণ্য আমদানি ও মজুদ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ব্যবসায়ীরা জানান, এলসি খোলার প্রতিবন্ধকতা দূর হলে রমজানে পণ্য সরবরাহে কোনো সংকট হবে না। একটি আমদানিকারক প্রতিষ্ঠান পণ্যের বিবরণ তুলে ধরে পণ্যগুলো আমদানিতে ব্যাংকগুলো এলসি খুলছে না বলে অভিযোগ করে। প্রয়োজনীয় মজুদ থাকলেও কেন সরকার নির্ধারিত দামে চিনি বাজারে পাওয়া যাচ্ছে না, এ বিষয়ে ব্যবসায়ীদের জবাবদিহিতা চান বাণিজ্যমন্ত্রী।
ব্যবসায়ীরা জানান, ডলারের উচ্চমূল্যের পাশাপাশি আমদানিতে অতিরিক্ত শুল্কারোপের কারণে চিনির দাম কমছে না। ব্যবসায়ীরা আরও জানান, এক কেজি চিনিতে ৩২ টাকা আমদানি শুল্ক পরিশোধ করতে হয়। বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, চিনি আমদানিতে শুল্ক কমানোর বিষয়ে এনবিআরে প্রস্তাব পাঠাবেন তারা। সভায় ব্যবসায়ীরা ভোজ্য তেল, চিনিসহ বিভিন্ন নিত্যপণ্যে সরকার নির্ধারিত দাম নিয়েও আপত্তি জানান।



















