fog : ঘণকুয়াশা আরও তিনদিন
- আপডেট সময় : ০৭:০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩ ২৮৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
‘হিমালয়ের পাদদেশ থেকে বয়ে আসা কুয়াশা গঙ্গা অববাহিকা দিয়ে বয়ে বেড়াচ্ছে, যে কারণে ঘনকুয়াশা বিরাজমান’
দেশজুড়ে শীতের তীব্রতায় কাঁপছে বিভিন্ন অঞ্চলের মানুষ। বিশেষ করে উত্তরজনপদের পরিস্তিতি নাজুক। শীতের তীব্রতায় খেটে খাওয়া মানুষ। শীতের বস্ত্রের অভাবে ধুকছে ছিন্নমূল মানুষ।
দেশের অধিকাংশস্থানে দুদিন ধরে সূর্যের দেখা মিলছে না। ঘণকুয়াশার কারণে ফেরি চলাচল গড়ে ৫ ঘন্টা বন্ধ থাকছে। এরই মধ্যে দেশের তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।
শীতজনিত রোগবালাই ছড়িয়ে পড়ছে। বিশেষ শিশু ও বয়স্ক মানুষ নিমোনিয়া থেকে শুরু করে নানা রোগে আক্রান্ত হচ্ছে।
আবহাওয়া অফিস বলছে, রাজধানী ঢাকাসহ ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে আরও দিন তিনেক। এরপর ফের অধিক মাত্রা কুয়াশা দেখা দিতে পারে।
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শ্রীমঙ্গলে ৯ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনে শ্রীমঙ্গলে তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা জানাচ্ছে, সাধারণত ভূপৃষ্ঠ থেকে ১২ থেকে ১৮ হাজার ফুট ওপর দিয়ে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যায়। যা নাকি নিচে নেমে এসে প্রচণ্ড বাতাস সৃষ্টি করে থাকে, যার ধাক্কায় জলীয় বাষ্প সরে যায়। সেটিও হচ্ছে না বলেই ঘনকুয়াশাও কাটছে না।
এছাড়া হিমালয়ের পাদদেশ থেকে বয়ে আসা কুয়াশা গঙ্গা অববাহিকা দিয়ে বয়ে বেড়াচ্ছে, যে কারণে ঘনকুয়াশা বিরাজমান।



















