সংবাদ শিরোনাম ::
Bangladesh-India : বাংলাদেশ-ভারত সম্পর্ক অনন্য উচ্চতায় : জয়শঙ্কর

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩ ৩৬১ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
ভারতের এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের ব্যাপক উন্নতি করেছি। তাদের সঙ্গে আমাদের স্থলসীমান্ত চুক্তি হয়েছে। কীভাবে সফল কূটনীতি একটি শক্তিশালী সম্পর্কের ক্ষেত্রে সরাসরি অবদান রেখেছে এটি তারই উদাহরণ।
নতুন বছরের প্রথম দিন রবিবার সন্ধ্যায় অস্ট্রিয়ার ভিয়েনায় ভারতীয় প্রবাসীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন জয় শঙ্কর।
বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে ভারতের বিদেশমন্ত্রী আরও বলেন, গত এক দশকে প্রকৃতপক্ষে পূর্ব ও উত্তর-পূর্ব ভারত উন্নতি করেছে। এর কারণ হলো, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের বিরাট উন্নতি হয়েছে।
এসময় জয়শঙ্কর চীনের সঙ্গে ভারতের সমস্যাকে একটি ‘বড় চ্যালেঞ্জ’ হিসেবে বর্ণনা করেছেন। পাকিস্তান প্রসঙ্গে জানান, দেশটি থেকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের সমস্যা এখনো অব্যাহত রয়েছে।