সংবাদ শিরোনাম ::
Sumitra Sen : সঙ্কট কাটিয়ে ওঠেনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩ ৩০৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রবীণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। তার বয়স এখন ৮৯ বছর।
ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত শিল্পীকে ২১ ডিসেম্বর দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন এই গুণি শিল্পী।
চিকিৎসকরা জানিয়েছেন, নিউমোনিয়া থেকেই দেহে আনুষঙ্গিক জটিলতা সৃষ্টি হয়েছিল। পরিবার জানায়, এখন থেকে বাড়িতেই শিল্পীর চিকিৎসা চলবে।
শিল্পীর দুই কন্যাও বাংলা সঙ্গীত দুনিয়ায় ছাপ ফেলেছেন। তার বড় কন্যা শিল্পী ইন্দ্রাণী সেন। কনিষ্ঠ কন্যা শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন। শ্রাবণী জানান, মায়ের শারীরিক অবস্থা প্রায় একই রকম রয়েছে।
খুব একটা ভাল নেই। তবে বাড়িতে নিয়ে এসেছি। স্বাভাবিক ভাবেই শিল্পীর অসুস্থতায় উৎকণ্ঠায় দিন গুনছে পরিবারসহ শিল্পীর অগণিত অনুরাগী।



















