Satkhira : ‘আর্সেনিক মুক্ত খাবার জল’ যোগানের উদ্যোগ সাতক্ষীরায়
- আপডেট সময় : ০৯:১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ ২০৬ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
‘পর্যায়ক্রমে আরও নতুন গ্রামীন পাইপ ওয়াটার সাপ্লাই লাইন নির্মাণ করা হবে’
নিউজ ডেস্ক
ধীরে ধীরে প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে ওঠছে দক্ষিণ-পশ্চিমের এক সময়ের সমৃদ্ধ জেলা সাতক্ষীরা। নানা প্রাকৃতিক দুর্যোগে জেলার মানুষ বিপর্যস্ত। ঘূর্ণিঝড় আইলার ক্ষত মুক্ত হতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খাবার জলের সংকট উপকূলবাসীর প্রধান সমস্যা বলা হয়।
আর্সেনিক নিরসন এবং সুপেয় খাবার জল সরবরাহে উদ্যোগ নিয়েছে হাসিনা সরকার। আর্সেনিক ঝুঁকি নিরসনে সাতক্ষীরার ভোমরায় পাইপ লাইনে খাবার জল সরবরাহের প্রকল্প নেওয়া হয়েছে। শনিবার যার উদ্বোধন করেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরার সীমান্তবর্তী ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ী এলাকায় গ্রামীন পাইপ লাইনের মাধ্যমে সুপেয় খাবার জল সরবরাহের প্রকল্প বাস্তবায়ন করা হবে। সাড়ে ৫ কিলোমিটার এলাকাজুড়ে পাইপ লাইনের মাধ্যমে ৫শতাধিক পরিবার নিশ্চিত খাবার জল পাবে। প্রাথমিক অবস্থায় ১ লক্ষ লিটার জল সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আর্সেনিক ঝুঁকি নিরসনে সাতক্ষীরার ভোমরায় পাইপ লাইনে খাবার জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি
প্রধান অতিথি বক্তব্যে মীর মোস্তাক আহমেদ রবি বলেন, জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার ‘গ্রাম হবে শহর’। শহরের সুবিধা গ্রামে পৌছে দেওয়ার লক্ষ্যে ভোমরাতে পাইপ লাইনে সুপেয় খাবার জল সরবরাহের প্রকল্প উদ্বোধন করা হল। আয় থেকে ব্যয় মিটিয়ে আরও নতুন গ্রামীন পাইপ ওয়াটার সাপ্লাই লাইন নির্মাণ করা হবে। সেদিন দুরে নয়, যেদিন সাতক্ষীরা সিটি কর্পোরেশন এবং ভোমরায় পৌরসভার পতাকা উড়বে।
এমপি রবি বলেন, ভোমরার ব্যাপক উন্নয়ন হবে। কিছু কিছু মানুষের কারণে আমাদের জেলা অবহেলিত। জননেত্রী শেখ হাসিনা আমাদের সাতক্ষীরার উন্নয়নে অনেক কিছু দিয়েছেন। কিন্তু তার বাস্তবায়ন খুবই ধীর গতিতে হচ্ছে বলে মন্তব্য এই জনপ্রতিনিধির।
সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মনিরুজ্জামানের সভাপতিত্বে ব্যবসায়ী আলহাজ¦ আব্দুস সবুর, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, সাধারণ সম্পাদক এ.এস.এম মাকছুদ খান, অর্থ সম্পাদক আবু মুসা, ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর প্রমুখ বক্তব্য রাখেন।
























