সংবাদ শিরোনাম ::
Dr. Birajlakshi Ghosh : শিক্ষক দিবসে ড. বিরাজলক্ষী ঘোষের ভাবনা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২ ২৭৪ বার পড়া হয়েছে
শিক্ষক দিবসে নতুন উদ্যোগ নিলেন, শিক্ষাবিদ, গবেষক, লেখক এবং সংগঠক ড. বিরাজলক্ষী ঘোষ। তিনি বলেন, পরিবেশ রক্ষায় আমাদের উচিৎ এই মহৎ দিনটিতে সকল শিক্ষকদের পরিবেশ সম্পর্ আরও যত্নবান হওয়া এবং অন্তত একটি করে গাছের চারা বিতরণের ব্যবস্থা করা।
শিক্ষক দিবস কোনো একটি দিন নয়, জীবনের শুরু থেকে শেষ শ্বাস গ্রহণ পর্যন্ত চলতে থাকে আমাদের শিক্ষা। সেখানে কখনও পিতা মাতা, গুরুজন, শিক্ষক, আমাদের চারপাশের ছোটো বড়, প্রিয় অপ্রিয়, চেনা অচেনা সমস্ত মানুষ এমনকি পরিবেশ প্রকৃতির কাছ থেকেও আমরা শিখে চলি।

এরা সকলেই আমাদের শিক্ষক। তবুও একটি দিন আমরা শিক্ষক দিবস পালন করি। প্রকৃত পক্ষে বর্তমান সমাজ যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে ঠিক শিক্ষক বা শিক্ষালয় বলতে আমরা ছোটবেলায় যা বুঝতাম তার থেকে অনেকটা বদলে গেছে। জীবনে চলার পথে আমরা যা শিখেছি তা হলো নম্বর কেন্দ্রিক শিক্ষা আর তাই নিয়ে বেশি দূর এগোনো যাবেনা। বিদ্যালয় বা শিক্ষালয় প্রকৃতই সমাজ জীবনের প্রতিচ্ছবি।

তাই সামাজিক প্রয়োজন গুলিকে স্থান দিতে হবে শিক্ষার সঙ্গেই।সেই চিন্তা ভাবনা থেকেই এবারে আমাদের শিক্ষক দিবসের অন্যতম লক্ষ্য ছিল B Ed ও D El Ed বিভাগের সমস্ত ছাত্র তথা আমাদের আগামী দিনের শিক্ষকদের মধ্যে দিয়ে পরিবেশ সংরক্ষন মূলক বার্তা ছড়িয়ে দেওয়া এবং প্রত্যেকের হাতে শিক্ষক দের তরফ থেকে একটি করে চারা গাছ তুলে দেওয়া যেগুলি তারা বাড়িতে রোপণ করবে ও যত্ন করবে।

এবং আগামী বছরে আমরা সেরা গাছ বেছে নিয়ে তাদের পুরস্কৃত করবো।এবারে আমাদের মূল থিম ছিল জল সংরক্ষন,বৃক্ষরোপণ,প্লাস্টিক বর্জন এবং মোবাইল আসক্তি কমানো।আমরা চেষ্টা করলাম মাত্র বাকিটা ভবিষ্যত বলবে।























