Padrema Bridge Rail Track : পদ্মা সেতুতে বসছে রেল ট্র্যাক
- আপডেট সময় : ০৮:০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২ ২৯৬ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
পদ্মা সেতৃতে রেল ট্র্যাক বসানোর অনুমতি পেল রেলভবন। রবিবার পদ্মা বহুমুখী সেতু কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রেলওয়ের ‘রেল লিঙ্ক প্রকল্পের পরামর্শক বাংলাদেশ সেনাবাহিনী’, মূল সেতুর ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা পদ্মা সেতুর নিচতলা পরিদর্শন করেন। সেতু পরিদর্শন শেষে রেল ট্র্যাক বসানোর অনুমতি দেয় পদ্মা সেতু কর্তৃপক্ষ।
প্রায় দুই ঘণ্টা সময় নিয়ে সেতুর নিচতলার ১ নম্বর খুঁটি থেকে ৪২ নম্বর খুঁটি পর্যন্ত হেটে পর্যবেক্ষণ করেন। ছয় সংস্থার দায়িত্বশীল প্রতিনিধি ও বিশেষজ্ঞ দল পরিদর্শনে শেষে জাজিরা প্রান্তের ৩ নম্বর সার্ভিস এরিয়ার সভা কক্ষে যৌথ স্বাক্ষর করেন। সেতুর নিচতলার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সেতুর উপর তলার সড়ক পথ চালু রেখেই নিচতলায় রেলট্র্যাক বসানোর কথা জানান পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক-১ ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ।
সেতু কর্তৃপক্ষের কাছ থেকে সেতু নিচতলা গ্রহণের পর এখন দ্রুত সময়ের মধ্যেই পাথরবিহীন রেল লাইন বসানোর কাজ শুরুর কথা জানান বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক শামীমা নাসরিন।
পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে সেতুর সড়ক পথ চালু থাকলে নিচতলার রেল পথের ভ্যায়ভেরেশন মাত্র শূন্য দশমিক এক তিন জি। ৬ দশমিক ৫১ কিলোমিটার দীর্ঘ মূল সেতুর নিচতলায় রেল ট্র্যাক বসানোর জন্য যৌথ পর্যবেক্ষণ শেষে এখন কাজে হাত লাগানোর প্রক্রিয়া চলছে।




















