Preparations for Eid : ঈদে ঢাকা ছাড়বে দেড় কোটির বেশি মানুষ
- আপডেট সময় : ০২:৫৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২ ২৯৮ বার পড়া হয়েছে
ট্রেনের আগাম টিকিট কিনতে উপচে পড়া ভিড়
স্বাভাবিক পরিবেশে দুই বছর পর বাংলাদেশে ঈদ উদযাপনের ব্যাপক প্রস্তুতি
‘করোনামুক্ত পরিবেশে ঈদের আয়োজন চলছে দেশজুড়ে। গেল দু’বছর করোনার থাবায় ঈদ উদযাপনে একটা মোটা দাগের মানুষ গ্রামের বাড়িতে যেতে পারেনি। বলা হয়ে থাকে ঈদ উৎসবে ইন্দোনেশিয়ার পর দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশ যেখানে নাড়ীর টানে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামের বাড়ি ছুটে যান’
বিশেষ প্রতিনিধি, ঢাকা
দরজায় কড়া নড়ছে ঈদুল ফেতর। করোনার থাবার দু’বছর পর স্বাভাবিক পরিস্থিতিতে বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে। ঈদকে সামনে রেখে প্রায় দেড় কোটির অধিক মানুষ ঢাকা ছাড়বেন। নিরাপদ ও যাত্রীবান্ধব হওয়ায় ঘরমুখো মানুষের কাছে ট্রেনের টিকিটের বিপুল চাহিদা। শনিবার ঈদের আগাম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। এদিন দেওয়া হচ্ছে ২৭ এপ্রিল যাত্রার টিকিট। একটি টিকিটের জন্য শুক্রবার সন্ধ্যা থেকে কমলাপুরে রাত্রিযাপন করেছেন বহু মানুষ। ট্রেনের আগাম টিকিট ২৭ এপ্রিল পর্যন্ত বিক্রি করা হবে।
করোনামুক্ত পরিবেশে ঈদের আয়োজন চলছে দেশজুড়ে। গেল দু’বছর করোনার থাবায় ঈদ উদযাপনে একটা মোটা দাগের মানুষ গ্রামের বাড়িতে যেতে পারেনি। বলা হয়ে থাকে ঈদ উৎসবে ইন্দোনেশিয়ার পর দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশ যেখানে নাড়ীর টানে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামের বাড়ি ছুটে যান।
সকালে কমলাপুরে পা রাখতেই দেখা গেলো রাতজাগা মানুষের মলিন মুখ। তারপরও দু’বছর পর একটি সুস্থ পরিবেশে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ রাত জাগা কষ্ট তেমন একটা স্পর্শ করতে পারছে না। তবে ঈদের টিকিট কিনতে আসা অনেকেই জানালেন, অনলাইনে টিকিট পেলে তাদের এখানে ছুটে আসতো হতো না।
বাংলাদেশের রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বাংলাদেশ ও ভারতের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, অন্য যে কোন সময়ের চেয়ে এবারে ভালো সেবা দেওয়া সম্ভব হবে। এবারের ঈদকে সামনে রেখে রমজানের শুরুতেই ট্রেন থেকে শুরু করে পরিবহন সংশ্লিষ্টরা জোর প্রস্তুতি নিতে মাঠে নামেন।
করোনার অতিমারির কারণে গত দু’বছর ঘটা করে ঈদ উদযাপনই নয়, অন্য কোন উৎসবও পালন করা সম্ভব হয়নি। এবারে করোনার সংক্রমণ নেই বললেই চলে। গত এক সপ্তাহ ধরে করোণায় আক্রান্তের সংখ্যা নেমে এসেছে মাত্র ৩০জনে। এসময় মৃত্যুহীন দিন দেখছে বাংলাদেশ।
কমলাপুর স্টেশন ম্যানেজার মো. মাসুদ সারওয়ার বলেন, ঈদে যাত্রীসেবা দিতে প্রস্তুত রেলওয়ে। তাদের হিসাবে প্রতিদিন ৫০ হাজার যাত্রী ঢাকা ছাড়বে। দাঁড়ানো টিকিট মিলিয়ে এসংখ্যা ৬০ হাজার পেরিয়ে যাবে।

এবারের ঈদকে সামনে রেখে একটা সাজ সাজ রব। কিন্তু করোনার কারণে গত দু’বছরে অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। একারণে মানুষের মধ্যে হতাশাও সৃষ্টি হয়েছে। ঈদের এসময়টাতে যেখানে শপিংমল, মার্কেট ও বিপণিবিতানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যেতো, এবারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়নি।
বাজেট অনুযায়ী অনেকেই সাধ্যমত কেনার চেষ্টা করছেন। করোনায় দু’বছরে অর্থনৈতিতে যে আঘাত এসেছে, তা পুষিয়ে নিতে আরও বছর দু’য়েক পেরিয়ে যাবে। এ অবস্থায় দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর।
শনিবার থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। ই-টিকিটিংয়ের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীসেবা নিশ্চিতে এবারে ৫ স্টেশনে মিলবে ট্রেনের অগ্রিম টিকিট। যাত্রীদের এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি কাউন্টারে প্রদর্শন করে টিকিট কিনতে হচ্ছে। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। ঈদের অগ্রিম বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না।




















