ভারত যেতে বুস্টার ডোজ গ্রহিতার করোনা টেস্ট প্রয়োজন হবে না
- আপডেট সময় : ১০:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২ ২৯২ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
করোনার বুস্টার ডোজ নিয়েছেন এমন ব্যক্তিদের ভারতে প্রবেশে করোনা টেস্টের প্রজোন হবে না। আগে বেনাপোল বন্দর দিয়ে ভারতে যেতে ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ লাগতো। যেসব যাত্রী দুই ডোজ টিকা শেষ করে বুস্টার ডোজ নিয়েছেন তাদের ভারতে যেতে আর ৭২ ঘণ্টার আরটিপিসিআরের করোনা টেস্টের সনদ লাগবে না। সোমবার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) রাজু মোহাম্মদ। ভারতে যাওয়ার সময় বুস্টার ডোজ গ্রহিতাদের করোনা টেস্টের সনদের প্রয়োজন না হলেও ফিরে আসার সময় ভারতের ইমিগ্রেশনে ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ দেখাতে হচ্ছে। এক্ষেত্রে উভয় দেশে একই নিয়ম চালু হলে সাধারণ যাত্রীরা অতিরিক্ত খরচের হাত থেকে রেহাই পাবেন। বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে কর্মরত ডা. জাহিদুর রহমান জাহিদ সংবাদমাধ্যমকে জানান, ভারত থেকে আসার সময় ভারতীয় এবং বাংলাদেশি উভয় যাত্রীদের আগের মতো ৭২ ঘণ্টার আরটিপিসিআরের সনদ লাগবে।




















