শিল্পকলা একাডেমিতে সাধুমেলার ৩২তম আসর অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১ ৩০১ বার পড়া হয়েছে
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের বাউল গানের নিয়মিত আয়োজন ‘পূর্ণিমা তিথির ৩২তম সাধুমেলা’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার একাডেমি প্রঙ্গেণেসন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো, প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রকের সচিব আবুল মনসুর।
আলোচনায় অংশ নেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ জাহিদুল কবীর, একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশ বরেণ্য বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

বাউল শফি মন্ডল, লতিফ শাহ্, সিদ্দিকুর রহমান, পরিবেশন সমীর বাউল, মিরাজ খ্যাপা, তানিয়া, এম আর মানিক, মনতোষ চক্রবর্তী, দিতি সরকার, বিপাশা পারভীন, কাজী দেলোয়ার, ওমর আলী, বিউটি, এনাম সাঁই, ভগিরথ মালো, দূর্গা দাস বাউল, টুটুল ভেরু, বলাই শাহ্ প্রমুখ।
























