রবি’তে চুল কাটার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি, বরখাস্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন
- আপডেট সময় : ১০:৩০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১ ৩০৭ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সহযোগী অধ্যাপক ফারহানা ইয়াসমিন
বাতেনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। রেজিস্ট্রার সোহরাব আলী স্বাক্ষরিত বিজ্ঞাপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা
এবং অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সিন্ডিকেট।জানানো হয়, প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও এই বিষয়ে গঠিত তদন্ত কমিটির কাজ চালিয়ে
যাবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর সাময়িক বরখাস্ত ফারহানা ইয়াসমিন বাতেনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রবি কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. আব্দুল লতিফের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আবু দেলোয়ার হোসেন, শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব
সৈয়দা নওয়াবা জাহাদ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী উপস্থিত ছিলেন।
এদিকে চুল কাটার সঙ্গে জড়িত শিক্ষক ফারহানা ইয়াসমিনের স্থায়ী অপসারণের দাবিতে
শিক্ষার্থীরা অমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। তদন্ত কমিটির সভাপতি এবং রবীন্দ্র অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল অবশ্য সংবাদমাধ্যমকে বলেছেন, ঘটনাস্থলে

একটি সিসি ক্যামেরা লাগানো ছিল। সেই ক্যামেরার ভিডিও তাদের হাতে এসেছে। ফুটেজে দেখা যায় কাঁচি হাতে ফারহানা ইয়াসমিন দাঁড়িয়ে আছেন এবং শিক্ষার্থীদের চুল কাটার সত্যতা মিলেছে।
তদন্ত কমিটির সদস্যরা এরই মধ্যে একাধিক বৈঠক করেছি। শুক্রবারের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিতে পারবেন আশা করছে। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি বাংলাদেশ
অধ্যয়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওমর ফারুক ডলফিন বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার নাগাদ সংবাদমাধ্যমকে বলেন, আমরা স্থায়ী অপসারণের দাবি জানিয়ে আসছি। অথচ সাময়িক
বরখাস্ত করে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের পরীক্ষা স্থগিত ঘোষণা করাটা একটা যড়যন্ত্র মনে হচ্ছে। তারা আন্দোলন চালিয়ে যাবেন। বুধবার থেকে অনশনে থাকা ১৪

শিক্ষার্থীর মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে পড়ায় তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করার জানান ডলফিন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান বিভাগ থেকে ২০০০-২০০১ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর
ডিগ্রি নেওয়ার পর কিছুদিন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। এরপর ফারহানা ইয়াসমিন ২০১৮ সালে যোগ দেন রাষ্ট্রায়ত্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে।

























